বিনোদন
অজানা তথ্য ফাঁস
বিনোদন ডেস্ক
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবারবলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর এবং অভিনেতা সাইফ আলি খানের দাম্পত্য জীবনের একযুগ হতে চলেছে। বর্তমানে তাদের দু’টি সন্তান রয়েছে। তবে কারিনার আগে সাইফ বিয়ে করেছিলেন অভনেত্রী অমৃতা সিংকে। সেই ঘরে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১২ সালে ১৩ বছরের সংসার ভেঙে দিয়ে বিচ্ছেদের পথে হাঁটেন সাইফ-অমৃতা। বিচ্ছেদের পর কারিনার সঙ্গে আবারো বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেতা। জানা যায়, বিয়ের আগে ৫ বছর লিভ ইন এ ছিলেন এই তারকাজুটি। তবে অনেকের মনেই প্রশ্ন দুই সন্তানের বাবাকে কেন বিয়ে করেছিলেন এই অভিনেত্রী। এ বিষয়ে কারিনা একটি অজানা তথ্য ফাঁস করেছেন। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, সাইফের সঙ্গে বিয়ের একটাই কারণ ছিল। তারা দু’জনে সন্তান নিতে চেয়েছিলেন। কারিনা বলেন, বিয়ে করার অন্যতম একটি কারণ হলো সন্তান নেয়া, তা না হলে কেবল একসঙ্গে থাকা যায়। সাইফ ও আমি পাঁচ বছর ধরে একসঙ্গে ছিলাম। এরপর আমরা পরবর্তী পদক্ষেপ নিয়েছিলাম। এর একমাত্র কারণ ছিল আমরা সন্তান নিতে চেয়েছিলাম। এর পর তৈমুরের জন্ম হয়। কারিনা জানান, একসময় তাকে অনেকেই নিষেধ করেছিলেন সাইফকে বিয়ে করতে। কারণ আগের পক্ষের দুই ছেলে-মেয়ে রয়েছে এই অভিনেতার। আর তাই সাইফের দেয়া বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানও করেছিলেন দু’বার। প্রথমবার ‘তাশান’ সিনেমার সেটে তাকে বিয়ের প্রস্তাব দেন সাইফ। সে সময় না বলেন কারিনা। এরপর একইভাবে লাদাখেও প্রেমের প্রস্তাব দেন সাইফ। কিছুতেই অভিনেত্রীর পিছু ছাড়ছিলেন না অভিনেতা। কারিনাও খুব বেশিদিন মুখ ফিরিয়ে থাকতে পারেননি। প্রায় পাঁচ বছর লিভটুগেদার করেছিলেন তারা। এরপর সন্তান জন্ম দেয়ার আশায় বিয়ে করে সংসার শুরু করেন তারা।