ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

তিনদিনের সফরে পাকিস্তানে ইরানি প্রেসিডেন্ট

মানবজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২২ এপ্রিল ২০২৪, সোমবার, ৪:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩৪ পূর্বাহ্ন

mzamin

পাকিস্তানে ৮ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও নতুন সরকার গঠনের পর প্রথম কোনো বিদেশি নেতা হিসেবে দেশটি সফরে এসেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। তিন দিনের সরকারি সফরে সোমবার তিনি রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। সম্প্রতি ইসরাইল ও ইরানের মধ্যে সৃষ্ট উত্তেজনার পর তার এই সফরের দিকে ঘনিষ্ঠ দৃষ্টি দেবে যুক্তরাষ্ট্র। সূত্রগুলো জিও নিউজকে বলেছেন, ইব্রাহিম রইসির এই সফরের সঙ্গে ইরান-ইসরাইল চলমান উত্তেজনার কোনো সম্পর্ক নেই। পৌঁছার পর তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধানমন্ত্রীর বাসভবনে। সেখানে তাকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়। তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেহবাজ। বাজানো হয় দুই দেশের জাতীয় সঙ্গীত। এই সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, সিনেট চেয়ারম্যান সৈয়দ ইউসুফ রাজা গিলানি, জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ও সেনাপ্রধান জেনারেল অসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করার কথা প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির। 

প্রাদেশিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে তার  যাওয়ার কথা রয়েছে লাহোর ও করাচিতে। এর আগে রাজধানী তেহরান থেকে যাত্রা শুরুর আগে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট রইসি পাকিস্তানকে একটি ইসলামিক ভ্রাতৃত্বপূর্ণ দেশ হিসেবে আখ্যায়িত করেন।

বিজ্ঞাপন
সরকার এবং জনগণের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের অভিন্ন অবস্থান আছে বলে তিনি উল্লেখ করেন। এর মধ্যে আছে সন্ত্রাস বিরোধী তৎপরতা এবং ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন। ইসলামাবাদ সফর সম্পর্কে মন্তব্য করে তিনি বলেন, এই সফরে দুই পক্ষই কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলবে। এর মধ্যে আছে নিরাপত্তা, অর্থনীতি ও বাণিজ্য। তিনি দ্বিপক্ষীয় বাণিজ্যকে বৃদ্ধি করে ১০০০ কোটি ডলারে উন্নীত করার প্রত্যাশা করেন। বলেন, এতে ইরানের বাজারে প্রভূত সুবিধা পাবে ইসলামাবাদ। 

পাঠকের মতামত

Unfortunately, Pakistan is in thrall to the US. They do not have full control over their nuclear weapons. The US will only allow them to be used as a deterrent to Indian nuclear threats. That's the boundary. They cannot use it against Israel even if that godchild of the US carries on with its genocide of the helpless Palestinian people. And even if they use it against some Muslim country such as Iran.

Pinnacle
২২ এপ্রিল ২০২৪, সোমবার, ৭:১৪ অপরাহ্ন

মুসলিম ভ্রাতৃত্ত সুদৃঢ় হোক।

A R Sarker
২২ এপ্রিল ২০২৪, সোমবার, ৫:৫৮ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status