ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

রাজনীতি

যুবদলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেয়ার দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ২২ এপ্রিল ২০২৪, সোমবার, ১:৫৯ অপরাহ্ন

mzamin

জাতীয়তাবাদী যুবদলের চলমান কমিটি ভেঙে রাজপথে সক্রিয়, ত্যাগী ও পরীক্ষিতদের সমন্বয়ে নতুন কমিটির দাবিতে মিছিল করেছে যুবদল, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতারা।  আজ বেলা ১২টার সময় নয়াপল্টনস্থ চায়না টাউন মার্কেটের সামনে থেকে মিছিল শুরু করে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ করেন তারা। 
বক্তব্যে নেতারা বলেন, ২৫০ সদস্যের যুবদলের কমিটিতে অযোগ্য, নিষ্ক্রিয়দের দিয়ে কমিটি করা হয়েছিল। ফলশ্রুতিতে সরকার পতনের একদফা আন্দোলনে গুটিকয়েক বাদে অধিকাংশ যুবদল নেতাদের রাজপথের কর্মসূচিতে দেখা যায়নি। আন্দোলন চলাকালীন সময়ে অনেককেই পরিবারের সদস্যদের নিয়ে বিদেশ ভ্রমনের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করতে দেখা গেছে। ঘোষিত হরতাল অবরোধ কর্মসূচি সফল করার পরিবর্তে অনেকেই নিজ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে কর্মসূচি পালন থেকে দূরে থেকেছে। 
বক্তারা আরো দাবি করেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে।  নির্বাহী কমিটির কোন সভা ডাকলে সেখানে অধিকাংশ নেতাইই উপস্থিত হন না। স্বচ্ছতা জবাবদিহিতার অভাবে জেলা উপজেলা লেভেলে নিষ্ক্রিয়তা, আর্থিক কেলেঙ্কারির মতো ঘটনা ঘটলেও তার কোন বিচার হচ্ছে না। এককথায় বর্তমান যুবদলের কমিটি অকার্যকর হয়ে পড়েছে। এমতাবস্থায় বর্তমান কমিটি ভেঙে নতুন কমিটি করা সময়ের দাবি। সমাবেশে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাবেক সদস্য সৈয়দ আবেদীন প্রিন্স, আহসানুল্লাহ তুষার।

বিজ্ঞাপন
সমাবেশে  ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সহসভাপতি তারিক উজ জমান,  শোয়াইব খন্দকার, হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল,  জাকির হোসেন খান, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক মাহবুব শিকদার, আনোয়ার জাহিদ, মেজবাহুল করিম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল, শহিদুল ইসলাম মাসুদ সরকার, কোয়েল হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক ইয়াক্যব রাজু, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় সহ তত্ব ও গবেষণা সম্পাদক খন্দকার রিয়াজ, কেন্দ্রীয় সংসদের সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান কাজল, সাবেক সহ ক্রীড়া সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম, 
সাবেক সহ সম্পাদক আবু জাফর রিপন, সহ আইন সম্পাদক মশিউর রহমান রিয়াদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য নাজমুল হাই রায়হান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি খন্দকার কাকন, এবাদুল হক পারভেজ, যুবদল নেতা জাহাঙীর আলম খান, রাসেল মিয়া, মহিউদ্দিন সুমন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি নিজাম হাওলাদার প্রমুখ।

পাঠকের মতামত

BNP ought to make a bigger committee that can accommodate both the existing ones as well as the aggrieved ones. The nation needs as many people as can possibly be garnered - to kick the agents of INDIA out of the office of the government and into their beloved and putrid land of INDIA.

Pinnacle
২২ এপ্রিল ২০২৪, সোমবার, ৬:৫৩ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

ফরিদপুরে মন্দিরে আগুন, হত্যাকাণ্ড/ বিচার বিভাগীয় তদন্ত চায় হেফাজত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status