ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

একটি আসনও পাননি মালদ্বীপের সাবেক দুই প্রেসিডেন্টের প্রার্থীরা

তারিক চয়ন

(১ সপ্তাহ আগে) ২২ এপ্রিল ২০২৪, সোমবার, ১:১৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩২ পূর্বাহ্ন

mzamin

গত রোববার অনুষ্ঠিত মালদ্বীপের ২০তম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর দল- পিপল'স ন্যাশনাল কংগ্রেস (পিএনসি)। প্রভাবশালী বৃটিশ পত্রিকা গার্ডিয়ান জানাচ্ছে, ৯৩ সদস্য বিশিষ্ট পার্লামেন্টের মধ্যে ৮৬টি আসনের ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। এর মধ্যে ৬৬টিতেই জয়ী হয়েছে মুইজ্জুর দল পিএনসি। যা কি না সুপার-মেজরিটির চাইতেও অনেক বেশি।

চীনপন্থী বলে পরিচিত মুইজ্জু ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেও এতোদিন পার্লামেন্টের নিয়ন্ত্রণ ছিল তার পূর্বসূরি ভারতপন্থী বলে পরিচিত ইব্রাহিম মোহামেদ সালেহর দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) কাছে।

এদিকে, মালদ্বীপের ইংরেজি পত্রিকা সান দিয়েছে চমকপ্রদ এক খবর। দেশটির সাবেক দুই প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এবং আবদুল্লা ইয়ামিন আব্দুল গাইয়ুম সমর্থিত প্রার্থীরা রবিবারের নির্বাচনে কোনো আসন পাননি।

মোহাম্মদ নাশিদ প্রতিষ্ঠিত দল 'দ্য ডেমোক্র্যাটস' এর প্রার্থীরা ৩৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু তারা একটি আসনও নিশ্চিত করতে পারেনি। অন্যদিকে, ইয়ামিনের নতুন রাজনৈতিক দল- পিপলস ন্যাশনাল ফ্রন্ট (পিএনএফ) এর কোনো প্রার্থী আনুষ্ঠানিকভাবে দলটির মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করেননি। কয়েকজন স্বতন্ত্র প্রার্থীকে আব্দুল্লা ইয়ামিন সমর্থন করেছিলেন। যাদের কেউই আসনে জয়ী হতে পারেননি।

গার্ডিয়ান বলছে, চীনের সাথে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নিতে প্রেসিডেন্ট মুইজ্জুর পরিকল্পনার জন্য মালদ্বীপের রোববারের নির্বাচনকে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হয়েছিল।

বিজ্ঞাপন

পাঠকের মতামত

প্রত‍্যেকটা দেশের জনগণই সত‍্যিকার অর্থে জানে, কোনটা তাদের জন্য ভালো আর কোনটা খারাপ। মালদ্ধীপ এর জনগণ তাদের দেশের সুন্দর ভবিষ্যতের জন্য সেরাটাই বেছে নিয়েছেন। শুভকামনা মালদ্বীপ বাসীর জন্য।

সুমন
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১২:২৪ অপরাহ্ন

মালদ্বীপের জনগণ চীনপন্থীদের বিজয়ী করেনি। ভারতীয় দালালদের রুখে দিয়েছে।

Azad Abdullah Shahid
২২ এপ্রিল ২০২৪, সোমবার, ৬:১৮ অপরাহ্ন

দক্ষিণ এশিয়ার সব ভারতীয় দালালদের একই পরিণতি হবে। সব দেশের মানুষই সবসময় দেশপ্রেমিক। সাধারণ মানুষ ভাল করেই জানে কিসে দেশের লাভ। দালালরা একদিন আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়।

জামশেদ পাটোয়ারী
২২ এপ্রিল ২০২৪, সোমবার, ৩:১৮ অপরাহ্ন

খবরে দেখা যায়, নির্বাচনে যারা ভুমিধস বিজয় পেয়েছে, তারা চীন পন্থী, আর যারা একটি আসনও পায়নি তারা ভারত পন্থী।

K
২২ এপ্রিল ২০২৪, সোমবার, ২:১৬ অপরাহ্ন

মোইজ্জুর এই বিজয় বাংলাদেশের জনগণ ভারত হঠাও আন্দোলনে আরও বেশী সক্রিয় ও অনুপ্রাণিত হবে।

Borno bidyan
২২ এপ্রিল ২০২৪, সোমবার, ১:৩২ অপরাহ্ন

মালদ্বীপের জনগনকে ধন্যবাদ ও প্রানঢালা অভিনন্দন।‌ ভারতের দালালদের তারা কঠিন জবাব দিয়েছে।

Andalib
২২ এপ্রিল ২০২৪, সোমবার, ১:২২ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status