বিনোদন
তীব্র গরমে লাইভে জ্ঞান হারালেন সংবাদপাঠিকা
বিনোদন ডেস্ক
২২ এপ্রিল ২০২৪, সোমবার
তীব্র গরমে টিভিতে লাইভ সংবাদ পাঠ করার সময় জ্ঞান হারিয়েছেন কলকাতার দূরদর্শন টিভির সংবাদপাঠিকা লোপামুদ্রা সিনহা। ভারতীয় টিভি সিরিয়ালে কাজ করার পাশাপাশি দূরদর্শন টিভিতে সংবাদপাঠ করেন লোপা। তিনি জানান, নিউজ ফ্লোর সাধারণত শীতাতপ নিয়ন্ত্রিত থাকে। তবে ওইদিন তা কাজ করছিল না। তাই ফ্লোর মারাত্মক গরম হয়ে পড়েছিল।