ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

রাফায় গণকবরে ৫০ মৃতদেহ ইসরাইলকে ২৬০০ কোটি ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

মানবজমিন ডেস্ক
২২ এপ্রিল ২০২৪, সোমবার
mzamin

গাজায় ইসরাইলি সেনারা কি নৃশংসতা চালিয়েছে তা একে একে উন্মোচিত হচ্ছে। খান ইউনুস থেকে ইসরাইলি সেনাদের প্রত্যাহারের দুই সপ্তাহ পরে নাসের মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবর থেকে ফিলিস্তিনিদের কমপক্ষে ৫০ জনের মৃতদেহ উদ্ধার করেছে গাজার জরুরি বিভাগ। ওদিকে দক্ষিণে মিশর সীমান্তের কাছে রাফা শহরে দফায় দফায় হামলা চালিয়ে একজন অন্তঃসত্ত্বা, ৬টি শিশুসহ কমপক্ষে ১৬ জনকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, নূর শামস শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে ইসরাইলিরা হত্যা করেছে ১৪ জনকে। নাবলুসে সহিংসতায় আহত ফিলিস্তিনিদের সেবা দিতে যাচ্ছিল এম্বুলেন্স। কিন্তু ইসরাইলি বসতি স্থাপনকারীরা গুলি করে এই এম্বুলেন্সের চালককে হত্যা করেছে। পশ্চিমতীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরাইল ডিফেন্স ফোর্সেসের একটি ইউনিটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়ার উদ্যোগ নিলেও গাজা যুদ্ধ ও ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরাইলকে ২৬০০ কোটি ডলারের তহবিল দেয়ার প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। এই প্রস্তাব পাস হওয়ার পর এখন তা সিনেটে যাওয়ার কথা। ৭ই অক্টোবর গাজার যোদ্ধাগোষ্ঠী হামাস ইসরাইলে নজিরবিহীন রকেট হামলা করে। এর পর থেকে গাজায় নৃশংসতা শুরু করে ইসরাইল।

বিজ্ঞাপন
তারা সেখানে গণহত্যা চালিয়ে হত্যা করে কমপক্ষে ৩৪,০৪৯ জন ফিলিস্তিনিকে। পক্ষান্তরে হামাসের রকেট হামলায় ইসরাইলে নিহত হয় ১,১৩৯ জন। প্রায় আড়াইশ’ মানুষকে জিম্মি করে হামাস। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, শনিবার দিবাগত রাতভর রাফায় বিমান হামলা চালায় ইসরাইল। এর মধ্যে একটি হামলায় ১৩টি শিশু এবং দু’জন নারী নিহত হয়েছেন। তারা সবাই একই পরিবারের সদস্য। রাফায় বড় আকারের স্থল আগ্রাসন চালানোর যে পরিকল্পনা আছে ইসরাইলের তার জন্য আন্তর্জাতিক মহলে তীব্র বিরোধিতার মুখে পড়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলের ধারণা, যোদ্ধাগোষ্ঠী হামাসের শেষ ব্রিগেডের অবস্থান এখন এই রাফা। এ ছাড়া ইসরাইলের ১৩৩ জন জিম্মিকে সেখানেই আটকে রাখা হয়েছে। রাফা থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলছেন, নাসের হাসপাতাল থেকে ভয়াবহ দৃশ্য বেরিয়ে আসছে। এই হাসপাতালে ইসরাইলি সেনাবাহিনী দু’বার অভিযান চালায়। তারা সেখানকার সরঞ্জাম এবং স্থাপনা ধ্বংস করে দেয়। পুরো এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করে। হাসপাতাল চত্বরে একটি গণকবর থেকে কমপক্ষে ৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হানি মাহমুদ বলেন, মেডিকেল স্টাফরা আগে এই গণকবরের কথা বলেছিলেন। হাসপাতালে যাদেরকে হত্যা করা হয়েছিল, তাদেরকে সেখানে গণকবর দিয়েছে ইসরাইলিরা। মেডিকেল স্টাফরা আমাদেরকে বলেছেন, কীভাবে ইসরাইলি সেনারা হাসপাতালের ভেতর থেকে লোকজনকে পিঠমোড়া করে বেঁধে, চোখ বেঁধে নিয়ে গিয়েছে। তাদেরকে হত্যা করেছে কোয়াডকপ্টার অথবা স্নাইপারের গুলিতে। তাদের সবাইকে একটি গণকবরে দাফন করা হয়েছে। নাসের হাসপাতালই প্রথম স্বাস্থ্য বিষয়ক স্থাপনা নয়, যেখানে গণকবর পাওয়া গেছে। অল্প কয়েকদিন আগে আল শিফা হাসপাতালে, দু’মাস আগে কামাল আদওয়ান হাসপাতালে অধিক পরিমাণে লাশ পাওয়া যায়।

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status