ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

চীনে ভয়াবহ বন্যার আশঙ্কা

মানবজমিন ডেস্ক
২২ এপ্রিল ২০২৪, সোমবার
mzamin

শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা হতে পারে চীনে। দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। এ কারণে বন্যার ঝুঁকি সৃষ্টি হয়েছে। এমন ভয়াবহ বন্যা প্রতি একশ’ বছরে মাত্র একবারই দেখা যায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ভারী বৃষ্টিপাতের কারণে স্থানীয় কর্তৃপক্ষ পূর্ব সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার থেকে গুয়াংদং প্রদেশে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। এতে করে চুচিয়াং নদীসহ সব জলপথগুলোর পানি উপচে পড়ছে। গুয়াংদং চীনের উৎপাদন শিল্পের সবচেয়ে বড় অঞ্চল। এই প্রদেশে  রোববার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত ঝড়ের পূর্বাভাসও দেয়া হয়।

বিজ্ঞাপন
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভিতে প্রকাশিত একটি  ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে, কিছু কিছু শহরের কাছাকাছি চলে এসেছে বন্যার পানি। এতে নিচু ভবনগুলো প্লাবিত হয়েছে। এ ছাড়া পানিতে নিমজ্জিত হয়েছে একটি প্যাগোডাও। সিসিটিভি জানিয়েছে, তীব্র বৃষ্টিপাতের কারণে বেঈ রিভার নদীর আশপাশের তিনটি অঞ্চলে একশ’ বছরের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে। এ ছাড়া কিছু কিছু জায়গায় ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে। চুচিয়াং নদীর ব-দ্বীপ অববাহিকা চীনের সবচেয়ে জনবহুল একটি অঞ্চল। এখানে প্রায় ১৩ কোটি মানুষ বসবাস করেন। তবে ওই অঞ্চলে এখন পর্যন্ত  কোনো হতাহতের খবর শোনা যায়নি। এ ছাড়া সাধারণ মানুষকে গণহারে সরিয়ে  নেয়ার কোনো প্রক্রিয়াও চোখে পড়েনি। গুয়াংদংয়ের পাশের প্রদেশ জিয়াংজি এবং ফুজিয়ানেও রোববার সন্ধ্যা থেকে প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়। চীন প্রায়ই এ ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়। তবে গত কয়েক বছর ধরে দেশটিতে ভয়াবহ বন্যা, খরা এবং তীব্র দাবদাহ দেখা যাচ্ছে।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status