ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

আদালতে ট্রাম্পের বিচারিক কার্যক্রম চলছে, বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি

মানবজমিন ডিজিটাল

(১ সপ্তাহ আগে) ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ১১:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩৯ পূর্বাহ্ন

mzamin

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের একটি আদালতে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মামলা চলছিল। সেইসময়ে  আদালতের বাইরে একজন ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে দিলেন। ওই ব্যক্তি প্রথমে নিজের শরীরে তরল জ্বালানি ঢালেন। এর পর সেখানে উপস্থিত সাংবাদিকদের সামনে শরীরে আগুন জ্বালিয়ে দেন। ঘটনাস্থলে থাকা একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি প্রথমে ওই ব্যক্তিকে বাতাসে প্যামফ্লেট ছুড়তে দেখেন, তারপর একটি ক্যান থেকে নিজের গায়ে তরল ঢেলে সে আগুন ধরিয়ে দেয়। এরকম কাজ করার উদ্দেশ্য কি তা পুলিশ জানতে পারেনি। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তির নাম ম্যাক্সওয়েল অ্যাজারেলো। বাইরে যখন ঘটনাটি ঘটছে তখন আদালতের ভেতরে  ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচারকাজ পরিচালনায়  ১২ সদস্যের পূর্ণ জুরি বোর্ড উপস্থিত ছিল। ঘটনার পরপর ট্রাম্প আদালত ত্যাগ করেন। জরুরি বিভাগের কর্মকর্তারা বলেছেন যে, এই ঘটনায় আদালতের নিরাপত্তা বিঘ্নিত হয়নি।

বিজ্ঞাপন
মামলার কার্যক্রম আবার বিকেলে শুরু হয়। একটি সংবাদ সম্মেলনে, তদন্তকারীরা বলেছেন যে, দুপুরের দিকে ৯১১ নম্বরে তারা একটি জরুরি কল পেয়েছিলেন যাতে বলা হয় যে, একজন ব্যক্তি নিজের গায়ে আগুন দিয়েছেন। ম্যাক্সওয়েল অ্যাজারেলো (৩৭) হিসাবে শনাক্ত করা ওই ব্যক্তি গত সপ্তাহে ফ্লোরিডায় তার বাড়ি থেকে নিউইয়র্কে এসেছিলেন। নিউইয়র্কে তার কোনো অপরাধমূলক রেকর্ড নেই এবং ফ্লোরিডায় তার পরিবার জানতেন না যে তিনি শহরে ভ্রমণ করছেন। নিউইয়র্কের পুলিশ প্রধান জেফরি ম্যাড্রে বলেছেন, অ্যাজারেলোকে দাহ্য তরল এবং প্যামফলেট সম্বলিত একটি ব্যাগ নিয়ে এদিক ওদিক ঘুরতে দেখা গেছে। চিফ ম্যাড্রে বলেন, প্যামফলেটগুলো ‘ষড়যন্ত্র তত্ত্ব’ সম্পর্কিত ছিল।বিচারের কারণে আদালতের বাইরে বিশাল পুলিশ উপস্থিতি ছিল এবং অফিসাররা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। অ্যাজারেলোকে স্ট্রেচারে নিয়ে যাওয়া হয়, ততক্ষণে তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালের বার্ন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।    তদন্তকারীরা পরে এমন প্যামফলেট সংগ্রহ করেছেন যেগুলো অ্যাজারেলো আত্মহত্যা করার আগে ছড়িয়ে দিয়েছিলেন। তদন্তকারীরা এখনও সাক্ষীদের সাক্ষাৎকার নিচ্ছেন এবং জানতে পেরেছেন যে নিজেকে আগুন দেওয়ার আগে অ্যাজারেলো কিছু বলতে চাননি। আগুন নেভাতে গিয়ে তিনজন পুলিশ অফিসার এবং একজন কোর্ট অফিসার সামান্য আহত হয়েছেন। কর্মকর্তারা বলেছেন যে, তারা এখন আদালতের বাইরে নিরাপত্তা পুনর্মূল্যায়ন করবেন।

সূত্র : নিউ ইয়র্ক টাইমস

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status