ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

কুকি-চিনের স্বায়ত্তশাসন দাবি দেশের সার্বভৌমত্বে সরাসরি আঘাত: বিএনপি

স্টাফ রিপোর্টার
১৭ এপ্রিল ২০২৪, বুধবার

কুকি-চিনের স্বায়ত্তশাসন দাবি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছে বিএনপি। গত সোমবার রাতে বিএনপি’র স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভায় দলটির নেতারা এ কথা বলেন বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত সম্পর্কে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বান্দরবান জেলায় কেএনএফ (কুকি-চিন) এর হামলায় ব্যাংক ও অস্ত্র লুট এবং পার্বত্য এলাকায় বিরাট অংশে স্বায়ত্তশাসন দাবি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। এই সংগঠনটির ব্যাংক থেকে অর্থ এবং অস্ত্র লুট গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সভায়। বিবৃতিতে বলা হয়, এই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সরকারের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে এবং পরবর্তীকালে পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য বিষয়টিকে আরও রহস্যময় করেছে। এই ধরনের আক্রমণ এবং পরবর্তীকালে সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বক্তব্য এটাই প্রমাণ করে যে, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব কতোটা বিপন্ন হয়ে পড়েছে। সরকার এখন পর্যন্ত এই বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। যা জনমনে আরও উদ্বেগের সৃষ্টি করেছে।  বিবৃতিতে বলা হয়- বিডিআর-এর হত্যাকাণ্ড-সীমান্তে বাংলাদেশি নাগরিককে হত্যা এবং এই ধরনের আক্রমণের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।

 এটা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে ক্ষুণ্ন্ন করবার একটি পরিকল্পিত চক্রান্ত।

বিজ্ঞাপন
সরকারের সীমাহীন ব্যর্থতার কারণে আজ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়ছে। অবিলম্বে বিষয়টি নিয়ে সরকারের সুস্পষ্ট বক্তব্য জনগণের সামনে উপস্থাপন করা প্রয়োজন। এতে আরও বলা হয়, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরাইল থেকে দুটি কার্গো বিমানের অবতরণ যা সর্বমহলে উদ্বেগ ও সমালোচনার সৃষ্টি করেছে। ইসরাইলের সঙ্গে বাংলাদেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কোনো চুক্তি না থাকার পরেও বিমানগুলি তেলআবিব থেকে ঢাকা বিমানবন্দরে সরাসরি অবতরণ এবং তা নিয়ে পরবর্তীকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃক প্রদত্ত বক্তব্য গ্রহণযোগ্য নয়। উপরন্তু বিমান চলাচল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী বাংলাদেশের গার্মেন্টস ইউরোপে পরিবহনের বিষয়টি বিজেএমইএ অস্বীকার করায় জনমনে আরও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। যখন ইসরাইল কর্তৃক গাজায় ভয়াবহ আক্রমণ, প্যালেস্টাইনিদের নির্বিচারে হত্যা সারা বিশ্বে নিন্দার ঝড় বইছে- সেই সময় ইসরাইল থেকে ঢাকায় বিমান অবতরণ রহস্যময়তার সৃষ্টি করেছে। অবিলম্বে এই বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করবার দাবি জানানো হয় সভায়। 

এ ছাড়া সভায় আগামী ১লা মে আন্তর্জাতিক শ্রম দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান।  এদিকে ‘গতকাল সকালে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের দিগনগর তেঁতুলতলা এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন সদস্যসহ ১৩ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে’ এ বিবৃতি দেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, ১৩ জনের প্রাণহানি খুবই হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। দেশব্যাপী প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ যারা প্রাণ হারাচ্ছে ও আহত হচ্ছে তাদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত। 

বর্তমানে সড়ক দুর্ঘটনা ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারের অব্যবস্থাপনা ও চরম উদাসীনতার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে। ফখরুল নিহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সারা দেশেই প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনায় মানুষের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।  এদিকে মঙ্গলবার ‘ঢাকা মহানগর দক্ষিণের হাজারীবাগ থানার ২টি মিথ্যা ও বানোয়াট মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত হাজারীবাগ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৫ জন এবং বংশাল থানার ১টি মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত ৬ জন নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে’ বিবৃতি দেন ফখরুল।

পাঠকের মতামত

Name is KUKI CHIN but THIS IS KUKI INDIAN they try to divert mind wrongly to make China as guilty. INDIA is investing lot of money bay making many group to disturb Bangladesh KUKI CHIN is one of the ....Dear Concern please be careful???!!!!

Sami
১৭ এপ্রিল ২০২৪, বুধবার, ৮:২৩ অপরাহ্ন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status