বিনোদন
শিল্পী সমিতির নির্বাচনের দিন প্রবেশে নিষেধাজ্ঞা, ক্ষোভ প্রকাশ পরিচালক সমিতির
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৮:৩৫ অপরাহ্ন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে নেয়া এক সিদ্ধান্তে ক্ষেপেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির নেতারা। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি বরাবর চিঠি দিয়েছেন ১৯ এপ্রিল নির্বাচনের দিন কোনো পরিচালক এফডিসিতে প্রবেশ করতে পারবেন না। এমন ঘটনায় আজ (১৬ এপ্রিল) দুপুর থেকেই উত্তাল এফডিসি। জড়ো জচ্ছেন পরিচালক সমিতিসহ বিভিন্ন সমিতির নেতারা। বিষয়টি নিয়ে অনেক পরিচালক ফেসবুকেও নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। পরিচালক সমিতির উপমহাসচিব কবিরুল ইসলাম রানা (অপূর্ব রানা) বলেন, গতবারও তাদের এমন আচরণ দেখেছি। তারা কেন এত আতঙ্কিত। কীসের ভয় তা আমাদের জানা নেই। আমাদের নির্বাচনে কিংবা কদিন আগে ফিল্ম ক্লাবের নির্বাচনও উন্মুক্ত ছিল। কোনো সমস্যাই হয়নি। তিনি জানান, পরিচালক সমিতির নেতারা নির্বাচন কমিশনের সঙ্গে বসার প্রস্তুতি নিচ্ছে। এর আগে শিল্পী সমিতি বাদে এফডিসিতে অবস্থিত চলচ্চিত্র প্রযোজক, পরিচালক সমিতিসহ অন্যান্য সমিতির সদস্যদের নির্বাচনের দিন এফডিসিতে প্রবেশ না-করার অনুরোধ করেছে নির্বাচন কমিশন। এদিকে আইনশৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনের দিন এফডিসিতে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট বসানো হবে বলেও জানানো হয়। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুটি প্যানেল হলো মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল আর আরেক প্যানেলে রয়েছেন মাহমুদ কলি ও নিপুণ আক্তার।