রাজনীতি
ঈদ আমাদেরকে প্রকৃত সাম্যের শিক্ষা দেয়- মাওলানা ফজলে বারী মাসউদ
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ১১ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৮:৩৬ অপরাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফিজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, ইসলাম সর্বোৎকৃষ্ট মানবিক জীবন ব্যবস্থা। ইসলামের প্রতিটি বিধানই মানবিকতা ও কল্যাণে ভরপুর। ঈদ উৎসব মানবিকতা চর্চার প্রধান নিয়ামক। বিশেষত ঈদুল ফিতর গরিব-দুখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সেই শিক্ষাকে ধারণ করে অসহায় সুবিধাবঞ্চিত নগরবাসীর মাঝে খাবার বিতরণ করেছে। আজ দুপুর ১২টায় রাজধানীর মহাখালীতে বস্তিবাসীদের মধ্যে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মুহাম্মাদ মুরাদ হোসেন, ডাক্তার মুজিবুর রহমান, এইচ এম নিজামউদ্দিন, এডভোকেট শওকত আলী হাওলাদার, মুফতি আরমান হুসাইন।