বিবিধ
সুবিধাবঞ্চিতদের স্বপ্ন পূরণে ‘স্বপ্নপূরণ’
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ৪ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৪:০১ অপরাহ্ন

চট্টগ্রামের তরুণ উদ্যোক্তা তাওসিফ রেজা। অধিকাংশ ছেলে-মেয়েরেই যখন নিজের স্বপ্ন পূরণে ব্যাস্ত, তাওসিফ তখন অন্যদের স্বপ্ন বাস্তবায়নে নিজেকে বিলিয়ে দিতে চান। কারণ, তার স্বপ্ন অন্যদের স্বপ্নপূরণেই। তাই একটি দাতব্য প্রতিষ্ঠা করেন তিনি। নাম দেন ‘স্বপ্নপূরণ’। এর জন্য গঠন করেন একটি ৮ সদস্যের বোর্ড। গত ২৮ ই মার্চ সদস্যদের নিয়ে রমজানে ইফতার বিতরণের মাধ্যমে স্বপ্নপূরনের যাত্রা শুরু করেন তিনি। স্বপ্নপূরণের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- বিনামূল্যে শিক্ষাদান, অনাহারদের আহার বিতরণ, বস্ত্র বিতরণ, রক্তদান কর্মসূচি ও অনাথদের জন্য আশ্রম। তাওসিফ রেজা বলেন, ‘স্বপ্নপূরণ’ কে নিয়ে আমার চিন্তাটা একটু ব্যতিক্রম। এর কার্যক্রম আমি শুধু দেশের ভিতর সীমাবদ্ধ রাখতে চাই না বরং দেশের বাইরেও অন্যান্য দরিদ্র দেশগুলোতেও সহায়তা পাঠাতে চাই। তবে এর জন্য আমার অনুদানের খাতটিও প্রসারিত হতে হবে। অনেকের স্বপ্ন অনেক রকমের হতে পারে তবে আমার স্বপ্ন তাদের অর্থাৎ সুবিধাবঞ্চিতদের স্বপ্ন পূরণেই। তাই এর নাম স্বপ্নপূরণ দিয়েছি। তাওসিফ বলেন, মানুষের মাঝে পৌঁছাতে পারবো কিনা জানি না। তবে আমার একটি পরিশ্রমী সংগঠন লাগবে। যারা কোনো দাবি ছাড়াই দুঃখীদের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে পারবে। এছাড়াও তিনি একটি আশ্রম করার পরিকল্পনা করেছেন, যেখানে এতিম শিশু ও বৃদ্ধরা থাকবে। যাতে করে বৃদ্ধরা তাদের সন্তানদের অভাব অনুভব না করে আবার শিশুরাও তাদের মা-বাবার অভাব অনুভব না করে। তাওসিফ রেজার জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামেই। বর্তমানে তিনি সেখানেই পড়ালেখা করছেন। তার ভবিষ্যৎ চিন্তা আরও এমন প্রতিষ্ঠান গড়ে তোলা যেগুলো সব মানুষের কল্যাণেই প্রতিষ্ঠিত হবে।