অর্থ-বাণিজ্য
ইপিবি’র প্রতিবেদন
মার্চে রপ্তানি আয় ৫১০ কোটি ডলার
স্টাফ রিপোর্টার
৩ এপ্রিল ২০২৪, বুধবারচলতি বছরের মার্চ মাসে বাংলাদেশ থেকে বিশ্ববাজারে ৫১০ কোটি ২৫ লাখ ৭০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের বছরের একই মাসের তুলনায় যা ৯ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩ সালের মার্চে রপ্তানি হয় ৪৬৪ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলারের পণ্য। মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অর্থমূল্য বিবেচনায় বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া শীর্ষ পণ্যগুলো হলো পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য এবং হোম টেক্সটাইল।
অর্থবছরের নয় মাসে (জুলাই-মার্চ) পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৫৩ শতাংশ। চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক ১৩ দশমিক ৬৫ শতাংশ। কৃষি পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশ। পাট ও পাটপণ্যের রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক ৫ দশমিক ৬ শতাংশ। হোমটেক্সটাইল পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক ২৫ দশমিক ৯৮ শতাংশ।