ঢাকা, ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রজব ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

যশোরে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, সৎমা পুলিশ হেফাজতে

স্টাফ রিপোর্টার, যশোর থেকে
৩ এপ্রিল ২০২৪, বুধবার

যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকে জোনাকি (১২) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের মুখে, হাতে, পা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ  লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ওই কিশোরীর সৎমাকে হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত জোনাকি যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ী গ্রামের শাহীন তরফদারের মেয়ে। 
নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানান, জোনাকি বেনাপোলে তার নানার বাড়িতে থকতো। ৫ দিন আগে সে যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া  মডেল মসজিদের পাশে বাবা ও সৎমায়ের বাসায় বেড়াতে আসে। সোমবার সকাল ১০টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়। মঙ্গলবার দুপুরে বাবার বাসার পাশে পরিত্যক্ত পুকুর থেকে জোনাকির লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ হত্যায় জড়িতদের শনাক্তে ও বিচারের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গতকাল থানায় একটা মিসিং জিডি হয়েছে। মেয়েটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্যে নিহতের সৎমাকে পুলিশি হেফাজতে আনা হয়েছে।

 

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status