দেশ বিদেশ
যশোরে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, সৎমা পুলিশ হেফাজতে
স্টাফ রিপোর্টার, যশোর থেকে
৩ এপ্রিল ২০২৪, বুধবারযশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকে জোনাকি (১২) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের মুখে, হাতে, পা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ওই কিশোরীর সৎমাকে হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত জোনাকি যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ী গ্রামের শাহীন তরফদারের মেয়ে।
নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানান, জোনাকি বেনাপোলে তার নানার বাড়িতে থকতো। ৫ দিন আগে সে যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে বাবা ও সৎমায়ের বাসায় বেড়াতে আসে। সোমবার সকাল ১০টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়। মঙ্গলবার দুপুরে বাবার বাসার পাশে পরিত্যক্ত পুকুর থেকে জোনাকির লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ হত্যায় জড়িতদের শনাক্তে ও বিচারের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গতকাল থানায় একটা মিসিং জিডি হয়েছে। মেয়েটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্যে নিহতের সৎমাকে পুলিশি হেফাজতে আনা হয়েছে।