বিনোদন
নিপুণের দাবি
স্টাফ রিপোর্টার
১ এপ্রিল ২০২৪, সোমবারআগামী ১৯শে এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এরইমধ্যে সম্ভাব্য প্যানেল ঘোষণা করেছেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। প্রতিদিন এফডিসিতে শিল্পী ও কলাকুশলীদের ইফতার করাচ্ছেন তারা। এদিকে চিত্রনায়িকা নিপুণ আক্তারের দাবি ইফতার খাইয়ে তার নামে বদনাম করছে প্রতিপক্ষ। মিশা-ডিপজলের বিপরীতে মাহমুদ কলি-নিপুণ প্যানেল ঘোষণা করেছেন। তবে মাহমুদ কলি সমিতির আজীবন সদস্য থাকায় প্রশ্ন উঠেছে তার নির্বাচন করা নিয়ে। নিয়ম অনুযায়ী আজীবন সদস্য নির্বাচন করতে পারবেন না। এ বিষয়ে নিপুণ বলেন, যারা আজীবন সদস্য তারা নির্বাচন করতে পারবে না- এটার নিয়মও আছে। নিয়মটা হলো আজীবন সদস্য পদ বাতিল চেয়ে আবেদন করতে হবে এবং চাঁদা পরিশোধ করতে হয়। আমার সভাপতিপ্রার্থী সেটা করেছেন।
এদিকে নিপুণ আক্তারের নামে ‘গিবত’ করা হচ্ছে দাবি করে তিনি বলেন, নির্বাচন করতে গিয়ে আমি এখনো কোনো বাধা পাইনি। আমার গিবত গাওয়া ছাড়া অন্য কোনো বাধা আমি পাইনি। আমি দেখছি ইফতার খাইয়ে আমার বদনাম করা হচ্ছে। কেনই বা ইফতার খাওয়াচ্ছেন, আবার কেনই বা আমার বদনাম করছেন?
তিনি বলেন, এফডিসি’র জন্য পুরা বিশ্ব আমাকে চেনে। আমি অনেক কিছু পেয়েছি। আমার মনে কোনো আক্ষেপ নেই। আমার কাছে মনে হয় এই নির্বাচনটা করা আমার খুব দরকার। কারণ শিল্পীদের স্বার্থ রক্ষা পায়।
অটল সম্পদের মালিক ডিপজল ইফতার খাওয়ানোর পরে কোনো কোনো শিল্পী কে নাকি মোটা অংকের ঈদের সেলামিও নাকি দিচ্ছেন ?