বিনোদন
এমি জান্নাতের ‘মনের বারণ’
স্টাফ রিপোর্টার
১ এপ্রিল ২০২৪, সোমবার
লেখালেখি থেকেই সাংবাদিকতায় আসা। এ ছাড়াও বহুমুখী কাজের সঙ্গে যুক্ত তিনি। এবার নেমেছেন মিউজিক ভিডিও পরিচালনায়। নিজের লেখা গানের মিউজিক ভিডিওর পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি। আসছে এমি জান্নাতের লেখা গান ‘মনের বারণ’-এর মিউজিক ভিডিও। এতে মডেল হিসেবেও থাকছেন তিনি। প্রথমবার পরিচালনায় আসা বিষয়ে এমি বলেন, যেকোনো ভালো কিছু শুরুর অনুভূতিটা সবসময় অন্যরকম। সেক্ষেত্রে নিজের লেখা গানের মিউজিক ভিডিও পরিচালনার অনুভূতিটাও অনেক আনন্দের। ‘মনের বারণ’ গানটি গেয়েছেন ও সুর করেছেন তানিম হায়াত খান রাজিত। তিনি বলেন, স্যাড রোমান্টিক গানটি দারুণ কথা-সুরের। স্যাড লিরিক হলেও একটু রিদমিক সুর করেছি মেলোডি ধরে রেখে। আমার মনে হয় এমি জান্নাতের লেখা আমার গাওয়া গানটি মানুষ পছন্দ করবেন। ‘মনের বারণ’ গানটির সংগীতায়োজন করেছেন সজীব দাশ। গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আরও আছেন আল আমীন। দ্রুতই গানটি প্রকাশ পাবে বলেও জানান এমি জান্নাত।