রাজনীতি
বুয়েটে জঙ্গি রাজনীতির প্রমাণ পেলে অ্যাকশন: ওবায়দুল কাদের
অনলাইন ডেস্ক
(৮ মাস আগে) ৩১ মার্চ ২০২৪, রবিবার, ২:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন
ছাত্র রাজনীতি বন্ধ করার নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) জঙ্গি রাজনীতির কারখানায় পরিণত করার প্রমাণ পেলে সরকার অ্যাকশনে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় মতবিনিময় সভায় বক্তব্যকালে তিনি আরও বলেন, বুয়েটে আবরার হত্যায় কাউকে ছাড় দেয়া হয়নি। বিশ্বজিৎ হত্যাকাণ্ডে নেতাকর্মীদের দণ্ড হয়েছে, কাউকে ছাড় দেয়া হয়নি। বুয়েটের ঘটনারও তদন্ত চলছে। কিন্তু ছাত্র রাজনীতি বন্ধের নামে ক্যাম্পাসকে জঙ্গি রাজনীতির কারখানায় পরিণত করার প্রমাণ পেলে সেক্ষেত্রে সরকার ব্যবস্থা নেবে।
সত্যি বললে জঙ্গি, আর মিথ্যা একশান কত নিবেন।আর কত যুলুম করবেন। ভালো কাজকে জঙ্গি টেগ আর কত।।
জঙ্গি, গুন্ডা, সন্ত্রাসী, খুনি, ধর্ষক, লুটেরা, চাঁদাবাজ, বর্বর সব একই দলে একই আদর্শে। যারা নিজের মা-বাপকে বাদ দিয়ে অন্যের চামচামী করে সে আওয়ামীলীগই।
আবরার ফাহাদকে হত্যা কারীদের ফাঁসি দিয়ে প্রমান করেন, যে আপনার ভাল মানুষের পক্ষে।
আর কত আ্যকসনে যাবেন মি: ও কা?
জঙ্গিরা আবরার ফাহাদকে হত্যা করেছে। আপনি কি করেছেন? কি অ্যাকশন নিয়েছেন?