বিনোদন
এখনই রাজনীতি নয়
বিনোদন ডেস্ক
৩০ মার্চ ২০২৪, শনিবারগত ক’দিনে বেশ কয়েকজন তারকা ভারতের লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে সরব হয়েছেন। এবার গুঞ্জন উঠেছে অভিনেত্রী কৃতী শ্যাননও যোগ দিচ্ছেন রাজনীতিতে। তবে তিনি সাফ জানিয়েছেন, এটা কেবলই গুঞ্জন। এখনই রাজনীতিতে যোগ দেয়ার ইচ্ছা নেই তার। তিনি বলেন, যতক্ষণ মনের ভেতর থেকে কোনো কাজ করতে সাড়া না পাচ্ছি ততক্ষণ আমি সেটা করি না। তাছাড়া এখনো আমি অনেক কিছু শিখছি। অভিনয়টাই এখনো শেখা হয়নি। কৃতী বলেন, যেকোনো কাজে সফলতা পেতে হলে অন্তত সেই ক্ষেত্রে পাঁচ বছর শ্রম দিতে হয়। তার আগে ফলাফল আশা করা বোকামি। রাজনীতিতে আসাও ছেলে খেলা নয়। অনেক কিছু ভাবনার রয়েছে। শেখার জন্য অন্তত পাঁচ বছর লাগবে। আর তার জন্য যদি কখনো নিজেকে ফিট মনে হয় তবেই এই সেক্টরে কাজ শুরু করবো। সরাসরি নির্বাচনে অংশ নেয়ার কোনো ইচ্ছাই নেই আমার। এদিকে কৃতী ক’দিন ধরে তার নতুন ছবি ‘ক্রু’-এর প্রচারণায় ব্যস্ত ছিলেন। এ ছবিতে একজন বিমানবালার চরিত্রে দেখা মিলছে তার। রাজেশ কৃষ্ণান পরিচালিত এ ছবিতে আরও অভিনয় করেছেন টাবু ও কারিনা কাপুর। ছবিটি গতকালই মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে।