ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

হ্যাকারদের সন্ধান দিলেই মিলবে মোটা অংকের পুরষ্কার

মানবজমিন ডিজিটাল

(৪ সপ্তাহ আগে) ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১১:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

mzamin

ব্ল্যাকক্যাট রানসমওয়্যার গ্রুপ সম্পর্কে তথ্য দিলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার প্রদান করবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এই হ্যাকাররা ফেব্রুয়ারিতে ইউনাইটেড হেলথ গ্রুপ হ্যাক করেছিল। ‘স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, ALPHV BlackCat ransomware-as-a-service গ্রুপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবকাঠামো সেক্টরের কম্পিউটার নেটওয়ার্কগুলিকে হ্যাক করেছে। টার্গেট করা সিস্টেমে রানসমওয়্যার  স্থাপন করেছে, ভিকটিমদের নেটওয়ার্কের মধ্যে সুরক্ষাগুলি অক্ষম করেছে, সংবেদনশীল গোপনীয় তথ্য চুরি করেছে।  শুধু তাই নয় সেগুলি পুনরুদ্ধারের জন্য অর্থ চাইছে । ক্ষতিগ্রস্তরা মুক্তিপণ না দিলে চুরি করা ডেটা প্রচার করার হুমকিও দিয়েছে হ্যাকাররা। ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস দ্বারা পরিচালিত, ডিপার্টমেন্টের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রামের অধীনে হ্যাকারদের সম্পর্কে তথ্যের জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরষ্কার দেওয়া হচ্ছে। মার্কিন অবকাঠামোর বিরুদ্ধে ‘ক্ষতিকারক  সাইবার কার্যকলাপে’ নিয়োজিত যে কারোর শনাক্তকরণ বা অবস্থান জানালে এই মোটা অংকের পুরষ্কার মিলবে। গ্রুপ ALPHV, বা Blackcat, প্রথম ২০২১ সালে মোতায়েন করা হয়েছিল। গ্রুপের সদস্যরা র‍্যানসমওয়্যারকে আরো উন্নত  করেছে এবং এটি মোতায়েন করার জন্য সহযোগীদের নিয়োগ করেছে।

বিজ্ঞাপন
চেঞ্জ হেলথকেয়ার, ইউনাইটেড হেলথ গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান যা মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ হাসপাতালের জন্য অর্থপ্রদানের ব্যবস্থা পরিচালনা করে, ২১ ফেব্রুয়ারি সাইবার আক্রমণের শিকার হয়েছিল এই প্রতিষ্ঠান। অনেক রোগীকে ওষুধ এবং স্বাস্থ্যসেবা পরিষেবার জন্য সাধ্যের বাইরে গিয়ে অর্থ প্রদান করতে হয়েছিল। মার্চের মাঝামাঝি পর্যন্ত, স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থাটি বলেছিল যে এটি সফটওয়্যার পরীক্ষা করছে, অবশ্যই আক্রমণ থেকে নিজেদের পুনরুদ্ধার  করতে সক্ষম হবে তারা। তবে নির্দিষ্ট  কোনও তারিখ তারা জানাতে পারেনি । সংস্থাটি প্রেসক্রিপশন প্রক্রিয়াকরণ, বিল এবং অর্থপ্রদানের জন্য তার প্রায় সমস্ত সিস্টেম পুনরুদ্ধার করেছে বলে জানিয়েছে  অ্যাসোসিয়েটেড প্রেস। স্টেট ডিপার্টমেন্টের ঘোষণাটি  তখন সামনে এসেছে যখন হাউস কমিটির তদারকি ও জবাবদিহিতা সংক্রান্ত বিভাগের সদস্য জেমি রাসকিন (ডি-এমডি) সাইবার আক্রমণ থেকে চলমান পতন মোকাবেলায় কোম্পানি কী করছে তা ব্যাখ্যা করতে বলেছে। রাসকিন বলেছিলেন যে, তিনি উদ্বিগ্ন যে সংস্থাটি ‘স্বাস্থ্যসেবা পরিবর্তনের জন্য প্রযোজ্য সহায়তা প্রদানের জন্য ফেডারেল এজেন্সিগুলির ক্ষমতাকে সীমাবদ্ধ করছে’। লিখিত প্রতিক্রিয়া জানাতে কোম্পানির কাছে ৮ এপ্রিল পর্যন্ত সময় রয়েছে।

সূত্র : দ্য হিল

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status