বিনোদন
ফের কি হলো পরীমনির?
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২৭ মার্চ ২০২৪, বুধবার, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:০৭ অপরাহ্ন

গত কদিন ধরেই দুই নায়িকা একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। চার দিন আগে ছিল নায়িকা শবনম বুবলি ও শাকিব খানের সন্তান বীরের জন্মদিন। ঘটনার সূত্রপাত ওই দিন থেকেই। অভিনেত্রী শবনম বুবলি ওই দিন রাতে সন্তানকে নিয়ে একটা ভিডিও পোস্ট দেন। সেই ভিডিও পুরোটাই কপি বলে পোস্ট দেন পরীমনি। মাস ছয়েক আগে তার সন্তান পুণ্যকে নিয়ে একই রকম ভিডিও পোস্ট করেছিলেন নায়িকা। পরীর এমন দাবির বিপরীতে পাল্টা পোস্ট দেন বুবলি। সেই আগুনে ঘি ঢেলে দেন পরীমনির কাছের এক নারী পরিচালক। তিনি ওই দিন ‘প্রহেলিকা’খ্যাত শবনব বুবলি ও তার সন্তানকে শুভ কামনা জানিয়ে দেন আরেকটি আবেগঘন পোস্ট। তাতেই সম্ভবত চটে যান পরী। পোস্ট দেন ফেসবুকে। অনেকেই তার পোস্ট দেখে বলছেন ফের কি হলো এ নায়িকার! পরীমনি তার পোস্টে লিখেন, যে বা যারা আমার শত্রুর সাথে বন্ধুত্ব করে আজ থেকে কোনো দিন আমি তাদের মুখও দেখতে চাই না। অনেক তো হলো। এক টেলিভিশন উপস্থাপক ও চিত্রনাট্যকারকে মেনশন করে পরী শেষ করেন সেই ফেসবুক পোস্ট। তিনি লেখেন, আপনার কথা আমি আগে শুনি নাই। তার ফল পেয়েছি এত দিনে। আপনি সঠিক ছিলেন।
পাঠকের মতামত
PORI MONI ARA KARA J ADER NIE NEWS KORTE HOBE
এদের সন্তানদের বছরে ক'বার জন্মদিন হয় !
পরি মনিকে আবার বোট ক্লাবে পাঠাতে হবে!
পরিিমত পরিমনি
ছাগলদের ছাগ্লামি যতদিন কমবে না; পাগলদের পাগলামিও ততদিন কমবে না।
পরী একটা পাগলী । এই পাগলামীর কারনে না পারলো সংসার করতে, না পারলো কারো সাথে বন্ধুত্ব করতে। মাথা ঠান্ডা না করলে কপালে আরো দুঃখ আছে।