রাজনীতি
সরকার জনগণের ভোটাধিকারের বৈধতা কখনই দিবে না : আমিনুল
স্টাফ রিপোর্টার
(৬ মাস আগে) ২৬ মার্চ ২০২৪, মঙ্গলবার, ৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:১০ পূর্বাহ্ন
বিএনপির ক্রীড়া সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে না। জনগণ নিরাপত্তাহীনতায় ভোগে। এ দলটির সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মানুষ সবসময় ভয়ে থাকে। আওয়ামী লীগ জনধিকৃত একটি রাজনৈতিক দল। জনগণ থেকে এরা অনেক দূরে সরে গেছে। তাই অবৈধ সরকার জনগণের ভোটাধিকারের বৈধতা কখনই দিবে না।
মঙ্গলবার শেরে বাংলা নগর থানাধীন ২৭, ২৮, ৯৯ নং ওয়ার্ড ও তেজগাঁও থানাধীন ২৫, ২৬ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত পৃথক পৃথক ইফতার মাহফিল এবং ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, দেশের জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে আওয়ামী লীগ এখন বিদেশি প্রভুদের কাছে নিজেদের সত্বা বিলিয়ে দিয়েছে। আর যে প্রভুরা বাংলাদেশের জনগণকে বাদ দিয়ে দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া এ সরকারকে অকুন্ঠ সমর্থন দিচ্ছেন সেসব প্রভু রাষ্ট্রকে বয়কট করতে আজ দেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই এ দেশ থেকে গণতন্ত্র উধাও হয়ে যায়। হরণ করা হয় মানুষের বাকস্বাধীনতা। এরজন্য সাধারণভাবে আওয়ামী লীগ সরকারের পতন হয় না। এবারও গণঅভ্যুত্থানেই এ সরকারের পতন হবে ইনশাআল্লাহ।
বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত পৃথক ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতিগণ এতে সভাপতিত্ব করেন। এসব কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক আনারুজ্জামান আনোয়ার, সদস্য হাজী ইউসুফ, মো. শাহ আলম, আহসানউল্লাহ চৌধুরী হাসান, অ্যাডভোকেট আফতাব উদ্দিন জসিম, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ বি এম এ রাজ্জাকসহ থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।