রাজনীতি
ভারত ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে পাশে ছিল: কাদের
অনলাইন ডেস্ক
(৯ মাস আগে) ২৩ মার্চ ২০২৪, শনিবার, ১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১১ অপরাহ্ন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতসহ বিদেশি বন্ধুরাষ্ট্র আওয়ামী লীগকে ক্ষমতায় আনেনি। বরং ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে পাশে ছিল।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক কোনো ইস্যু না থাকায় বিএনপি পাকিস্তানি কায়দায় ভারত বিরোধীতা শুরু করেছে। সিঙ্গাপুরে বসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দমন-নিপীড়নের খবর নিচ্ছে। বিএনপি ইফতার খাওয়ার পার্টি করে, আর আওয়ামী লীগ ইফতার বিতরণ করে।
তিনি বলেন, সারা ঢাকা শহরে এই ইফতার বিতরণ ছড়িয়ে দিতে হবে। নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। তবে এখন অনেক কিছুর দাম কমতে শুরু করেছে। আরও কমবে।
এখন সকল শক্ত মেরুদন্ডের রাজনীতি বিদ উধাও হয়ে গেছে। এখন রাজনীতি হয়ে গেছে ভারতের পক্ষে না হয় বিপক্ষে চিৎকার-চেচামেছির পর্যায়ে।
বার বার এই ঘ্যানঘ্যানানী বন্ধ করেন। কে,কোথায়, কেন, কিভাবে, কি করেছে তা বলে সাধু সাজতে চান? চালিয়ে যান। তবে আমাদের যা করা দরকার ছিল সেটাতো আমরা অপারগ হয়েছি সত্য তাই বলে জনগনকে ভোদাই ভাববেননা।
একটি সাধীন দেশের মন্ত্রী ও মুসলিম হয়ে কিভাবে হিন্দু জিকির জবছে? নিজের দেশের সাধীনতা ও সার্বভৌম হুমকির মুখে। আসুন সবাই মিলে একসাথে আমারা ভারতীয় পণ্য বর্জন করি। ইন্ডিয়া আউট।
এটা কি আমাদের স্বাধীন দেশ নাকি অন্য অন্য দেশের অঙ্গরাজ্য
কাকু কথা কম,মানুষ বোকা না।যে ভাবেই হোক তারা পাশে ছিলতো?
মায়ের চাইতে মাসীর দরদ কেন এত বেশি, তা কিন্তু দেশের মানুষ ভাল করেই জানে।
"বাংলাদেশের মানুষকে ভোটাধিকার বঞ্চিত করতে ভারত আমাদের পাশে ছিল "এই সত্যটি বললে রোজা রমজানের দিনে গুনাহ কম হতো।
ভারত বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে।
কা-গা-বা বুলাইলে আমরা সবকিছু পরিষ্কার বুঝতে পারি,তবে কিঞ্চিৎ সন্দেহ হচ্ছে আমরা কি ভারতীয় শাসন ব্যবস্থার অধীনস্থ,নাকি বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সংসদ দ্বারা শাসিত?
উনি যত মুখ খুলবেন, ভারতীয় পন্য বর্জন তত ব্যাপক হবে। পণ্য বর্জন হল সাধারন জনগনের প্রতিবাদের ভাষা, যা আপনারা ও আপনাদের স্বামীরা বুজতে পারে নাই।
ভারত ভোট বানচাল প্রতিহত করতে আসেনি এসেছে ভোট ডাকাতির সহযোগিতা করতে। ভারত বয়কট জিন্দাবাদ।
কাদের কাকু এখন রমজান মাস মিথ্যা কথা একটু কম বলবেন
So your power fully depends on India. No needs Bangladesh people's voting. Go ahead Mr.Qader.
কাদের সাহেব, আপনি এতটুকু বলছেন। জনগণ কিন্তু যা বুঝার সঠিকভাবে বুঝে নিয়েছে।