বিনোদন
বিজয়ী মনীষা রানী
বিনোদন ডেস্ক
৪ মার্চ ২০২৪, সোমবারনাচের টিভি রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’। এ শোয়ের ১১তম সিজনে বিজয়ী হয়েছেন মনীষা রানী। শনিবার সনি টিভিতে গ্র্যান্ড ফিনালের পর্ব প্রচার হয়। এবারের সিজনে ট্রফির পাশাপাশি প্রাইজ মানি বাবদ মনীষা রানী পেয়েছেন ৩০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৯ লাখ ৬১ হাজার টাকা), তার কোরিওগ্রাফার আশুতোষ পাওয়ার পেয়েছেন ১০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ ২০ হাজার টাকা)।