ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বিনোদন

আলাপন

আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখতে পাবেন- শ্যামল মাওলা

মুজাহিদ সামিউল্লাহ

(১ বছর আগে) ১ জুলাই ২০২২, শুক্রবার, ১২:৩৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:০২ অপরাহ্ন

mzamin

শ্যামল মাওলা। বহুমাত্রিক চরিত্রে টেলিভিশন, সিনেমা ও ওয়েব মাধ্যমে এখন দর্শকদের কাছে ভীষণ প্রিয় একটি নাম। খুব অল্প সময়ে শ্যামল নিজের অভিনয় ক্ষেত্রে তৈরি করতে সক্ষম  হয়েছেন। এই অভিনেতা ভিন্ন ভিন্ন নাটকে ওয়েব সিরিজে তার অভিনয় বৈচিত্রের জন্য দর্শকদের কাছে নন্দিত হয়েছেন। তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন এই কারণে যে বর্তমান নির্মাতারা তাকে নিয়ে বিভিন্ন চরিত্র সুযোগ করে দিচ্ছেন। সুযোগগুলো সঠিক ব্যবহার করে প্রতিনিয়ত পর্দায় হাজির হচ্ছেন রকমারি চরিত্র নিয়ে। কেমন যাচ্ছে আপনার অভিনয়ের ব্যস্ততা? আসন্ন ঈদে দর্শকরা আপনাকে কোন কোন নাটকে পর্দায় দেখতে পারবেন? শ্যামল মাওলা বলেন, এই ঈদের বেশ কিছু নাটকে কাজ করেছি তার মধ্যে 'কান্না ঘর' নাটকটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে। দীপ্ত টিভির জন্য কাজ করলাম 'সাহসিকা ২' ফিচার ফিল্মে। এই দুটি কাজে দর্শকরা আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখতে পাবেন। আর বিটিভির ঈদের বিশেষ নাটক 'উকিল বশীকরণ' এবং ধারাবাহিক নাটক 'বকুল ফুল সিজন ২'-এ কাজ করছি।

বিজ্ঞাপন
ভীষণ ভালো কাজ হচ্ছে। পুরো ইউনিটে পারিবারিক আবহ। অভিনয়ের বাইরেও বেশ কিছু বিজ্ঞাপনে আপনার উপস্থিতি জনপ্রিয় হয়েছে। বিজ্ঞাপনর ব্যস্ততা কেমন? শ্যামল মাওলা বললেন, অভিনয়ে ব্যস্ততার জন্য অন্য কিছুতে আলাদা করে সময় বের করা মুশকিল হয়ে যায়। এই ব্যস্ততার শিডিউল থেকেও কিছুটা সময়ের বের করে বিজ্ঞাপনের কাজ করা হয়েছে যা প্রাইভেট চ্যানেলগুলোতে প্রচারিত হচ্ছে। ইস্পাত শিল্পে জনপ্রিয় কোম্পানি বিএসআরএমের নতুন বিজ্ঞাপনে কাজ করলাম আমি আর সানজিদা প্রীতি। আর রাধুনী রেডি মিক্স কালা ভুনা মসলার কাজ করলাম। সেখানে সহশিল্পী তাসনুভা তিশা। এই দুটি বিজ্ঞাপনের দর্শকদের কাছ থেকে ভালো রেসপন্স পাচ্ছি। সামনে কী কাজ করবেন? এ অভিনেতা বলেন, দুই একদিনের ভিতর ঈদ উপলক্ষে আরো কিছু নাটকের কাজ শুরু করব। অবশ্য এই নাটকগুলো নাম এখনো চূড়ান্ত হয়নি।

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status