ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

অর্থ-বাণিজ্য

বৈদ্যুতিক গাড়ি বিওয়াইডি’র শো-রুম উদ্বোধন করলেন সালমান এফ রহমান

অর্থনৈতিক রিপোর্টার

(১ মাস আগে) ২ মার্চ ২০২৪, শনিবার, ৮:২২ অপরাহ্ন

mzamin

বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে প্রথম শো-রুম চালু করেছে। শনিবার তেজগাঁওয়ে বিওয়াইডির বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসাইন প্রমুখ। 
বিওয়াইডির পরিবেশক হয়েছে সিজি-রানার বাংলাদেশ লিমিটেড। নেপালের চৌধুরী গ্রুপ ও বাংলাদেশের রানার গ্রুপের যৌথ উদ্যোগ সিজি-রানার বাংলাদেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে দেশে ৩০ শতাংশ বৈদ্যুতিক যানের ব্যবহার নিশ্চিত করতে চায় সরকার। এ ছাড়া ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের রূপকল্প অর্জনের লক্ষ্য রয়েছে। উভয় লক্ষ্য অর্জনে দেশে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের সুযোগ বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ। এতে করে মানুষের বৈদ্যুতিক গাড়ি কেনার সংখ্যা বৃদ্ধি পাবে। দেশে বিওয়াইডির প্রথম বিক্রয়কেন্দ্র চালুর এ উদ্যোগকে স্বাগত জানাই।

অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বে শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে বিওয়াইডি। কোম্পানিটি বিক্রয়কেন্দ্র চালু করায় দেশে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে নতুন যুগের সূচনা হয়েছে। এর ফলে পরিবেশসচেতন মানুষেরা স্বাচ্ছন্দ্যে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের অভিজ্ঞতা গ্রহণ করতে পারবেন।

বিজ্ঞাপন
সরকার প্রচলিত জীবাশ্ম জ্বালানিনির্ভর গাড়ির পরিবর্তে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে কাজ করছে। তবে স্থানীয় বাজারে চাহিদার তুলনায় ইভির সরবরাহ এখনো শুরুর দিকে। এ অবস্থায় বিওয়াইডির নতুন বিক্রয়কেন্দ্র দেশে ইভির ব্যবহার বৃদ্ধিতে সহায়ক হবে। বিওয়াইডির নতুন চালু হওয়া বিক্রয়কেন্দ্রটি রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় শহীদ তাজউদ্দীন আহমদ সরণির হক সেন্টারে অবস্থিত। বিক্রয়কেন্দ্রটিতে একসঙ্গে পাঁচটি গাড়ি প্রদর্শনের ব্যবস্থা রয়েছে।

আরও জানানো হয়, প্রাথমিক অবস্থায় বিওয়াইডি সিল (সেডান) মডেলের দুটি সংস্করণের গাড়ি বিক্রি করা হবে। এর মধ্যে একটি সংস্করণ হচ্ছে ৫৭০ কিলোমিটার (রিয়ার ড্রাইভ) বর্ধিত মাইলেজ সুবিধাসহ প্রিমিয়াম ভেরিয়েন্ট; অপরটি ৫২০ কিলোমিটার এডব্লিউডি (অল-হুইল ড্রাইভ) মাইলেজের পারফরম্যান্স ভেরিয়েন্ট।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

   

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status