বিনোদন
দেশের ওটিটিতে ‘ওরা ৭ জন’
স্টাফ রিপোর্টার
২৭ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবারখিজির হায়াত খান নির্মিত ‘ওরা ৭ জন’ সিনেমা গত বছরের মার্চে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। চলতি বছর ১৪ই ফেব্রুয়ারি বিশ্বের অন্যতম অ্যামাজন প্রাইম ভিডিও প্ল্যাটফরমে এটি মুক্তি পায়। এবার দেশি ওটিটি প্ল্যাটফরম টফিতে ‘ওরা ৭ জন’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এটি আগামী ১লা মার্চ থেকে টফিতে দেখা যাবে। বিষয়টি জানিয়েছেন খিজির হায়াত খান নিজেই। তিনি জানান, এর পাশাপাশি সামনে আরও কয়েকটি বিদেশি ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাবে ‘ওরা ৭ জন’ সিনেমাটি।