বিনোদন
দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন যারা
বিনোদন ডেস্ক
(১ বছর আগে) ২১ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার, ১:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

গতকাল মুম্বইতে অনুষ্ঠিত হল দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড। শাহরুখ, নয়নতারা, ভিকি কৌশল, ববি দেওল সহ অনেকেই জিতেছেন পুরস্কার। শাহরুখের ‘জওয়ান’ এবং রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে এবারের আসরে। ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাহরুখ। একই ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে নয়নতারার হাতে। সমালোচকদের বিচারে সেরা অভিনেতা হয়েছেন ভিকি কৌশল। ‘স্যাম বাহাদুর’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। ‘অ্যানিমেল’-এর জন্য সেরা নেতিবাচক চরিত্রের পুরস্কার পেয়েছেন ববি দেওল। একই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন সন্দিপ রেড ভাঙ্গা। বছরের সেরা টেলিভিশন সিরিজ হয়েছে ‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে’। একই সিরিজের জন্য টেলিভিশন সিরিজের সেরা অভিনেতা হয়েছেন নীল ভট্ট। ‘অনুপমা’র জন্য টেলিভিশন সিরিজের সেরা অভিনেত্রী হয়েছেন রূপালী গঙ্গোপাধ্যায়।