ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

বিনোদন

বিচ্ছেদ নিয়ে যা বললেন মাহির স্বামী

স্টাফ রিপোর্টার
২০ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার
mzamin

ভেঙে যাচ্ছে চিত্রনায়িকা মাহিয়া মাহির সংসার। স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিষয়টি নিজেই গত শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন এ নায়িকা। এরপর থেকে বিষয়টি নিয়ে চুপ থাকলেও এবার মুখ খুললেন মাহির স্বামী রকিব। বিচ্ছেদ প্রসঙ্গে বিস্তারিত এখনই জানাতে নারাজ তিনি। রকিব বলেন, আমি আসলে এ সময় এসব নিয়ে কথা বলতে চাই না। একটু সময় নিচ্ছি। আমিও একটা ভিডিও করে সব কিছু বলবো। এসব নিয়ে কোথাও কোনো মন্তব্য করিনি। আমি সব কিছু পর্যবেক্ষণ করছি। তিনি আরও বলেন, তার ভিডিও আপনারা দেখেছেন। আপনারা সবই শুনেছেন। নতুন করে কিছু বলতে চাইছি না। সময় নিচ্ছি। তারপর বলবো। সবশেষে রকিব জানান, খুব দ্রুত একটি ভিডিও বার্তার মাধ্যমে সবকিছু পরিষ্কার করবেন তিনি। এদিকে শুক্রবার ভিডিও বার্তায় মাহি বলেছিলেন, আমরা দু’জন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দু’জন মিলেই ঠিক করবো। তিনি আরও বলেন, আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। এর আগে ২০১৬ সালে মাহি বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। তার সঙ্গে ঘর ভাঙলে ২০২১ সালের ১৩ই সেপ্টেম্বর রকিব সরকারকে বিয়ে করেন।

পাঠকের মতামত

আমার যেটা মনে হয়েছে মিস্টার রাকিব ঠিকই আছেন কিন্তু মাহির চরিত্র নিয়ে সন্দেহ আছে।

বাংলার জনগণ
৩ মার্চ ২০২৪, রবিবার, ৫:১৯ পূর্বাহ্ন

কি আর বলার আছে? দুনিয়া ধোকার সামানা।

মিসির
২০ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৯:৪৮ পূর্বাহ্ন

ব্যক্তি স্বাধীনতার নামে সমাজ ও পরিবেশ নষ্টের জন্য ওরা শতভাগ দায়ী। জীবনকে ওরা খেলনা মনে করে। মুসলমান নাম ব্যবহার করে নাস্তিকী চলাফেরা। শুধু পার্থিব মজা নিতে ব্যস্ত। বিবাহ বন্ধন নামক এতবড় একটা নিয়ামত থেকে চিরতরে বঞ্চিত হওয়ার দিন তারিখ ঠান্ডা মাথায় কত সুন্দর নির্দিধায় নিশ্চিন্তে নির্ণয় করছে যেমন কাপর বদলাচ্ছে। ছি:ছি:ছি

Md AMIN CHY
২০ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৭:২০ পূর্বাহ্ন

বিয়ে কি ছেলে খেলা? উহ রাবিশ !

Md. Habibur Rahman
২০ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৩:১৫ পূর্বাহ্ন

সমস্যটা মানসিকতার । যেমন খুশি তেমন ভাবে ভোগ করতে চাই ।

zakiul Islam
১৯ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ১১:৩৯ অপরাহ্ন

ভাল কেয়ারিং হলে বিচ্ছেদ কেন? কেয়ারিং হলেও মনে হয় ফায়ারিং করতে পারেনা।

সময়ের কথা
১৯ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ১১:০১ অপরাহ্ন

ভালো,কেয়ারিং হলে তো কেউই বিচ্ছেদ চাইবে না।অন্য সমস্যা থাকলে সেটার জন্যও মেডিকেল সাইন্সে সমাধান আছে। তাহলে কি কারণে! যত্তসব আজাইরা!

রাশিদ
১৯ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ১১:৫১ পূর্বাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status