ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

পিপাসায় লিবিয়ার মরুভূমিতে ২০ অভিবাসীর মৃত্যু, ভূমধ্যসাগরে ৩০ আরোহী নিয়ে বোটডুবি

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার, ১০:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৪৪ অপরাহ্ন

mzamin

পানির পিপাসায় লিবিয়ার মরুভূমিতে মারা গেছেন কমপক্ষে ২০ অভিবাসী। অন্যদিকে ভূমধ্যসাগরে পৃথক ঘটনায় ৩০ অভিবাসী আরোহীকে নিয়ে ডুবে গেছে রাবারের বোট। এ খবর দিয়েছে অনলাইন ডয়চে ভেলে। এতে বলা হয়েছে, আফ্রিকার দেশ চাদ সীমান্তের কাছে একটি মরুভূমি থেকে লিবিয়ার উদ্ধারকর্মীরা ২০ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুফরা থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে একটি কালো পিকআপের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল এসব মৃতদেহ। ডিস্ট্রিক্ট এম্বুলেন্স সার্ভিস এ তথ্য দিয়েছে। উদ্ধারকারীরা বলেছেন, মরুভূমির ভিতর ওই পিকআপটি নষ্ট হয়ে যায়। এ জন্য পানির পিপাসায় ভুগে মারা যান ওই ২০ অভিবাসী। এক বিবৃতিতে উদ্ধারকারীরা বলেছেন, ওই পিকআপটি চাদ থেকে ছেড়ে যায় এবং লিবিয়ার প্রায় ১২০ কিলোমিটারের মধ্যে ঢুকে পড়ে। ওই একই মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছিলেন আরেক ট্রাকচালক।

বিজ্ঞাপন
তিনিই প্রথমে মৃতদেহগুলো দেখতে পান। কুফরা এম্বুলেন্স সার্ভিসের প্রধান ইব্রাহিম বেল হাসান বার্তা সংস্থা রয়টার্সকে ফোনে বলেছেন, পিকআপটি নষ্ট হয়ে গিয়েছিল। তাদের কাছে থাকা মোবাইল ফোন থেকে সর্বশেষ কল করা হয়েছে ১৩ই জুন। ফলে আমরা মনে করছি প্রায় ১৪ দিন আগে তারা মরুভূমির ভিতর মারা গেছেন। 

ওদিকে আলাদা এক ঘটনায় লিবিয়া উপকূলের কাছে ৩০ আরোহীকে নিয়ে রাবারের তৈরি একটি বোট ডুবে গেছে। এর আরোহীদের মধ্যে আছে নারী ও শিশু। বুধবার ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) বলেছে, ভয়াবহ ভূমধ্যসাগরের রুটে ডুবে গেছে ওই বোট। এই সংগঠনের উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছতে সক্ষম হয়। তখন বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের মধ্যে আছেন ৫ জন নারী ও আটটি শিশু। ধারণা করা হচ্ছে তারা মারা গেছেন। 

মিসিং মাইগ্রেন্টস প্রজেক্টের তথ্যমতে, ২০১৪ সাল থেকে শুধু ভূমধ্যসাগরে এভারে ডুবে মারা গেছেন অথবা অদৃশ্য হয়েছেন কমপক্ষে ২৪ হাজার ২৩৪ জন মানুষ। এই উত্তাল সমুদ্রপথই অভিবাসীদের সামনে একমাত্র চ্যালেঞ্জ নয়। মানবাধিকার বিষয়ক সংগঠন এবং জাতিসংঘ ধর্ষণ ও নির্যাতন সহ নানাবিধ নির্যাতনের বিষয় প্রমাণ্য আকারে উপস্থাপন করেছে। লিবিয়ায় বন্দিদশায় যেসব অভিবাসীকে রাখা হয়, তাদের ওপর চালানো হয় এই নির্যাতন। জাতিসংঘের কমিশনপ্রাপ্ত ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এ বিষয়ে আগামী সপ্তাহে রিপোর্ট উপস্থাপন করবে জাতিসংঘের মানবাধিকার পরিষদে।

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status