বিনোদন
আসছে বাপ্পীর ‘৫৭০’
স্টাফ রিপোর্টার
১৭ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার
জাতীয় শোক দিবস (১৫ই আগস্ট) ঘিরে ২০২০ সালে নির্মিত হয়েছিল চলচ্চিত্র ‘৫৭০’। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর কয়েক ঘণ্টার বর্ণনা উঠে আসবে ‘৫৭০’ নামের এই ছবিটির মাধ্যমে। ছবিটি পরিচালনা করেছেন আশরাফ শিশির। আর এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন- বাপ্পী চৌধুরী। প্রায় তিন বছর আগে শুটিং হওয়া সেই সিনেমাটি গত ৬ মাস আটকে থাকার পর বেশ কিছু দৃশ্য কর্তন সাপেক্ষে সেন্সর ছাড়পত্র পেয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় খবরটি নিশ্চিত করেছেন আশরাফ শিশির। জানালেন, ১১ই ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় ‘৫৭০’। এ ছবিতে মর্মান্তিক দিনটিকে তুলে আনার উদ্যোগ নেয়া হয়েছে। যেখানে উঠে আসবে, বঙ্গবন্ধু হত্যা পরবর্তী ৩৬ ঘণ্টার প্রতিটি মুহূর্ত। প্রায় ছয় মাস আটকে থাকার পর অবশেষে সিনেমাটি ছাড়পত্র পেয়েছে। এ ছবির মাধ্যমে তরুণ প্রজন্ম অনেক অজানা জানতে পারবে বলেও মনে করেন নির্মাতা। ছবিতে বঙ্গবন্ধুর লাশ বহন করা সেনাবাহিনীর একজন সৈনিক চরিত্রে দেখা যাবে বাপ্পী চৌধুরীকে। মূলত তার উপস্থিতিতেই হেলিকপ্টারে করে বঙ্গবন্ধুর রক্তাক্ত মরদেহ ঢাকা থেকে নিয়ে যাওয়া হয় টুঙ্গিপাড়ায়। বাপ্পী ছাড়াও এতে অভিনয় করেছেন মাসুম আজিজ, স্বাধীন খসরু, কাজী রাজু, সুমনা সোমা, সুজাত শিমুল, এলিনা শাম্মীসহ একঝাঁক শিল্পী।