ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

অর্থ-বাণিজ্য

বিজিবিএ নির্বাচনের ইশতেহার ঘোষণা ইউনাইটেড ফোরামের

অর্থনৈতিক রিপোর্টার

(১ বছর আগে) ১৬ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার, ৬:০৬ অপরাহ্ন

mzamin

বাংলাদেশ বায়িং হাউস এসোসিয়েশনের (বিজিবিএ) আসন্ন ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে ইউনাইটেড ফোরাম।

শুক্রবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ইউনাইটেড ফোরামের প্যানেল লিডার ও বিজিবিএ নির্বাচন ২০২৪-২৬ এর প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদ মফিজ উল্লাহ বাবলু ইশতেহার ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ফোরামের আহ্বায়ক মো. আনিসুর রহমান।

মোহাম্মদ মফিজ উল্লাহ বাবলু ইশতেহার ঘোষণায় বলেন, বিজিবিএ-কে দেশের এক নম্বর স্টেকহোল্ডারের মর্যাদায় নেয়ার জন্য ওয়েবসাইট আধুনিকায়ন, শক্ত ও পেশাদার পরিচালনা পর্ষদ, নিয়মিত এজিএম ও দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে বিজিবিএর কার্যক্রম চালু করা হবে।

এছাড়া তিনি ভ্যাট, ট্যাক্স ও পারসেল বহন সুবিধাকে আরও ব্যবসা বান্ধব করতে চান। তিনি নির্বাচিত হলে বিজিবিএর নিজস্ব ভবন, গবেষণা কেন্দ্র, ডিপ্লোমা ইন্সটিটিউট, কেন্দ্রীয় স্যাম্পল ইউনিট গড়ে তোলাসহ পাঠ্যপুস্তকে তৈরি পোশাক শিল্পের বিষয় অন্তর্ভুক্তকরণ ও বিশ্ববিদ্যালয়ে পোশাক শিল্পের বিষয়ে উচ্চতর ডিগ্রি চালুর জন্য সরকারের নীতিনির্ধারণী মহলে আলোচনা করবেন বলে উল্লেখ করেন।

একটি সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন মোহাম্মদ মফিজ উল্লাহ্ বাবলু।

অনুষ্ঠানের সভাপতি মো. আনিসুর রহমান বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই ইউনাইটেড ফোরাম থেকে প্রেসিডেন্ট পদে মোহাম্মদ মফিজ উল্লাহ্ বাবলু নিরঙ্কুশ বিজয় অর্জন করবেন।

এসময় মোহাম্মদ মফিজ উল্লাহ্ বাবলু ১৬ দফা ইশতেহার ঘোষণা করেন। তার ১৬ দফা ইশতেহার হলো-

১. বিজিবিএকে দেশের এক নম্বর স্টেকহোল্ডার বানানোর লক্ষ্যে রূপরেখা তৈরি করে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে কাজ করবো।

২. বিজিবিএ’র ওয়েবসাইটকে বিশ্বমানের ই-কমার্স আদলে পেমেন্ট গেটওয়ে সংযুক্ত করে প্রত্যেক সদস্যকে একটি আইডি ও পাসওয়ার্ড প্রদান করবো। এতে প্রত্যেক সদস্য নিজে নিজেই ডাটা হালনাগাদসহ সকল প্রকার সার্ভিস ঘরে বসেই নিতে পারবেন।

৩. সরকারি সব বিধিবিধান অনুসারে সকল প্রকার সংশোধন ও সংযোজন করে দেশের স্বনামধন্য ও প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের ব্যবসায়িক সংগঠনের মানের নীতিমালা ও পরিচালনা পদ্ধতি প্রণয়ন করবো।

৪. নির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে সঙ্গে পেশাদার কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়ে বিজিবিএ’র কর্মকা-ে গতিশীলতা আনয়ন করবো।

৫. বিজিবিএ’র নিজস্ব জমিসহ অফিস ভবন নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।

৬. সদস্যদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও পারিবারিক বন্ধন অটুট করা এবং অবসর সময়ে পরিবারসহ সুন্দর সময় কাটানোর জন্য বিজিবিএর নিজস্ব বিনোদনকেন্দ্র গড়তে কাজ করবো।

৭. বার্ষিক সাধারণ সভা নিয়মিতকরণ করে সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতার দ্বার উন্মোচন করবো।

৮. বিজিবিএর ব্র্যান্ডিংয়ের কাজ করবো, যার মাধ্যমে বিশ্বময় পোশাকশিল্পের সবাই বিজিবিএকে এক নামে চিনবে।

৯. ভ্যাট-ট্যাক্সের মতো গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট অবস্থান তৈরি করবো।

১০. সরকারের পাশাপাশি নিজস্ব ব্যবস্থাপনায় ক্যাম্পেইন করে অপ্রচলিত মার্কেট তৈরির মাধ্যমে বায়িং হাউস ব্যবসাকে সম্প্রসারণ করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।

১১. ক্রেতাদের সঙ্গে উভয়পক্ষের স্বার্থরক্ষা করে একটি স্ট্যান্ডার্ড প্রাইজিং ও পেমেন্ট পলিসি তৈরি করার প্রচেষ্টা চালাবো।

১২. কাপড়ের মতো এক্সেসরিস বা ট্রিমসের ক্ষেত্রেও নিজস্ব উৎসকে সর্বোচ্চ ব্যবহারের নিশ্চয়তায় কাজ করবো।

১৩. বিজিবিএ’র তত্ত্বাবধানে কেন্দ্রীয় স্যাম্পল ইউনিট ও গবেষণা কেন্দ্র গড়ে তুলবো।

১৪. বিজিবিএ’র তত্ত্বাবধানে সরকারি অনুমোদন সাপেক্ষে তৈরি পোশাক শিল্পের ওপর ডিপ্লোমা ইনস্টিটিউট গড়ে তুলবো।

১৫. ঢাকা ছাড়াও দেশের গুরুত্বপূর্ণ আরও কয়েকটি শহরে বিজিবিএ’র অফিস স্থাপন করবো।

১৬. সর্বোপরি তৈরি পোশাক শিল্পের ওপর কিছু বিষয় স্কুল-কলেজের পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ডিগ্রি চালু করার ব্যাপারে সরকারি নীতিনির্ধারণী মহলের সঙ্গে আলোচনা করে জোর প্রচেষ্টা চালাবো।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status