বিনোদন
ডিরেক্টরস গিল্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন সোহেব আলম
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ১৬ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার, ৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:১৯ অপরাহ্ন

নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে কো—অপট (অন্তর্ভুক্ত) হলেন সৈয়দ নূর—ই—আলম (সোহেব আলম)। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর নিকেতনস্থ গিল্ড কার্যালয়ে সংগঠনের সভাপতি অনন্ত হীরা তাকে শপথবাক্য পাঠ করান। এ সময় কো—অপট হওয়া দপ্তর সম্পাদক আজাদ আল মামুন ও নির্বাহী সদস্য রাজিব হাসানও শপথ নেন। ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর ২০২৩—২০২৫ মেয়াদকালের কার্যনির্বাহী পরিষদের ৪টি পদশূন্য হওয়াতে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গত ৪ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখের কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক বুধবার এই তিনজনকে সম্মানিত ৩ জন সদস্যকে ৩ টি পদে শপথ বাক্য পাঠ করানো হয়।
কো—অপট হওয়া এই তিনজন কার্যনির্বাহী পরিষদ সদস্য নির্বাহী পরিষদের আগামী দ্বাদশ সভায় অংশগ্রহণের মাধ্যমে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর সকল সদস্যদের কল্যাণে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে কার্যনির্বাহী পরিষদের সকল কর্মকাণ্ডে যুক্ত হবেন। সৈয়দ নূর—ই—আলম (সোহেব আলম) পরিচালনায় বেশ কয়েকটি একক, ধারাবাহিক ও টেলিফিল্ম বিভিন্ন জনপ্রিয় টিভি চ্যানেলে প্রচার হয়েছে।