বিনোদন
রাশিয়ান নারীর প্রেমে টম ক্রুজ
বিনোদন ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার
বসন্তের হাওয়া বইছে হলিউড তারকা টম ক্রুজের জীবনে। ফের প্রেমে পড়েছেন তিনি। প্রেমের দরজায় কড়া নেড়েছেন রাশিয়ান তরুণী এলসিনা খায়রোভা। ৬১ বছরের টম ক্রুজের থেকে ২৫ বছরের ছোট তিনি। ৩৬ বছরের খায়রোভার প্রেমে মজেছেন টম। তবে তাদের প্রেমের খবর এখন প্রকাশ্যে এলেও তারা একে-অপরকে মন দিয়েছেন নাকি অনেক আগেই। আসলে বিষয়টিকে লোকচক্ষুর আড়ালে রাখতে চেয়েছিলেন দু’জনে।