ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

পঞ্চগড়ে অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় নাকাল মানুষ

পঞ্চগড় প্রতিনিধি
৩০ জুন ২০২২, বৃহস্পতিবার

তিনদিন ধরে অব্যাহত বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে পঞ্চগড় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় নিম্নাঞ্চলের বসতবাড়ি এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে শত শত মানুষ ভোগান্তির মধ্যে পড়েছে।  বৃষ্টিপাত চলতে থাকলে দুর্ভোগ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বুধবার পর্যন্ত থেমে থেমে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। সদর উপজেলার হাড়িভাসা, সদর, অমরখানা, চাকলাহাট, ধাক্কামারাসহ বিভিন্ন ইউনিয়নের অনেক এলাকায় কোথাও হাঁটু আবার কোথায় কোমরপানি জমে আছে। অনেক এলাকায় রান্নাঘরে পানি উঠায় চুলায় আগুন জ্বলেনি। যাদের গ্যাস ও বৈদ্যুতিক চুলা নেই এমন পরিবারগুলো রান্না করতে না পারায় পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনাতিপাত করছে।  পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল হক বলেন, সদর উপজেলার ১০টি ইউনিয়নের অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর মধ্যে চাকলাহাট ইউনিয়নের শতাধিক পরিবার তিনটি আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে।

বিজ্ঞাপন
প্রশাসনের পক্ষ থেকে তাদের খিচুড়ি রান্না করে খাওয়ানো হচ্ছে। ওই ইউনিয়নে ৩ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। বাকি ৯ ইউনিয়নে দেয়া হয়েছে ২ টন করে চাল।   জানা গেছে, বুধবার সকাল ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে সোমবার ১০৩ ও মঙ্গলবার ১১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, বুধবার বিকাল থেকে বৃষ্টির প্রকোপ কমে আসবে। ধীরে ধীরে অবস্থার উন্নতি হবে। বর্ষাকাল হওয়ায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে আপাতত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই।      

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status