বিনোদন
সজল-তারিনের ‘আমাদের সংসার’
স্টাফ রিপোর্টার
১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার
জনপ্রিয় অভিনয়শিল্পী সজল ও তারিন। এবার তাদের একসঙ্গে দেখা যাবে নতুন একটি নাটকে। নাটকের নাম ‘আমাদের সংসার’। এর গল্প লিখেছেন আকবর হায়দার মুন্না। আর পরিচালনায় রুবেল হাসান। ভালোবাসা দিবসে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত করা হবে। সজল বলেন, সুন্দর গল্পের একটি নাটক। গতানুগতিক ট্রেন্ডের বাইরে। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে।