বিনোদন
শ্রেষ্ঠ নির্দেশক আজাদ আবুল কালাম
স্টাফ রিপোর্টার
১১ ফেব্রুয়ারি ২০২৪, রবিবারগুণী অভিনেতা আজাদ আবুল কালাম। নিয়মিত চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে অভিনয় করেন। অভিনেতা হিসেবে সবাই চিনলেও তার আরেকটি পরিচয় রয়েছে। নিয়মিত থিয়েটার করেন তিনি। দেন নির্দেশনাও। তার নাট্যদল প্রাচ্যনাট। প্রতিনিয়ত মঞ্চে অভিনয়ের পাশাপাশি নির্দেশনা দিয়ে যাচ্ছেন এ গুণী অভিনেতা। ইশরাত নিশাত নাট্য পুরস্কার ২০২৩ এর শ্রেষ্ঠ নির্দেশক হিসেবে পুরস্কার পেয়েছেন আজাদ আবুল কালাম। প্রাচ্যনাটের প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক ‘অচলায়তন’ নির্দেশনা দেয়ার জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। শ্রেষ্ঠ নির্দেশক ছাড়াও শ্রেষ্ঠ প্রযোজনার পুরস্কারও পেয়েছে তার নির্দেশিত ‘অচলায়তন’ নাটকটি। প্রাচ্যনাট দলের অপর দুই সদস্য একই প্রযোজনার জন্য শ্রেষ্ঠ সংগীত পরিকল্পক ক্যাটাগরিতে নীল কামরুল ও শ্রেষ্ঠ মঞ্চ পরিকল্পক মো. সাইফুল ইসলাম পুরস্কার অর্জন করেন। মোট নয়টি বিভাগে ইশরাত নিশাত পুরস্কার ২০২৩ দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে এ পুরস্কার দেয়া হয়। এটি উপস্থাপনা করেন তারিক আনাম খান এবং রওনক হাসান। প্রধান অতিথি ছিলেন প্রবীণ অভিনেতা মাসুদ আলী খান এবং বিশেষ অতিথি ছিলেন নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদ। এবার নাট্য পুরস্কার বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ছিলেন নাসির উদ্দিন ইউসুফ ও কো-চেয়ারম্যান ছিলেন সারা যাকের। প্রতিটি বিভাগের ৩ জনকে মনোনয়ন দেয়া হয়েছিল। প্রসঙ্গত, ২০২২ সাল থেকে ইশরাত নিশাত নাট্য পুরস্কার দেয়া শুরু হয়। শুরুতে আট ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হলেও এবার নয়টি ক্যাটাগরি করা হয়েছে। ক্যাটগরিগুলো হলো- শ্রেষ্ঠ প্রযোজনা, শ্রেষ্ঠ নির্দেশক, শ্রেষ্ঠ নাট্যকার, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ মঞ্চ পরিকল্পক, শ্রেষ্ঠ আলোক পরিকল্পক, শ্রেষ্ঠ সংগীত পরিকল্পক ও শ্রেষ্ঠ পোশাক পরিকল্পক।