বিনোদন
নয়া তথ্য দিলেন সাইফ
বিনোদন ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৪, রবিবারবাবা-মায়ের দেখানো পথেই হাঁটেন বলিউডের অধিকাংশ স্টারকিড। একই ইচ্ছা জনপ্রিয় তারকা দম্পতি কারিনা কাপুর ও সাইফ আলি খানেরও। তাদের ২ সন্তান তৈমুর এবং জেহ। সাইফের বরাবরই ইচ্ছা তার ছেলেমেয়েরা বলিউডে কাজ করুক। তবে সমপ্রতি অভিনেতার ছোট ছেলে তৈমুরকে নিয়ে নয়া তথ্য জানালেন সাইফ। গ্ল্যামারের নয় বরং তৈমুরের পছন্দ একটু আলাদা। খেলা আর মিউজিকের প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে।