বিনোদন
দীর্ঘদিন পর ঢাকার মঞ্চে গাইবেন নিরুপমা
স্টাফ রিপোর্টার
৯ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার
পেশাগত জীবনে একজন শিক্ষাবিদ ড. নিরুপমা রহমান। বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে কলা ও সমাজবিজ্ঞান অনুষদে অধ্যাপনার পাশাপাশি উচ্চতর ও বৈশ্বিক শিক্ষাপদ্ধতি উদ্ভাবন আর তার প্রায়োগিক পরিপ্রেক্ষিত গবেষণায় রত আছেন। দীর্ঘদিন উপমহাদেশের গুরুদের কাছে তালিম নিয়ে তিনি নিয়মিত শাস্ত্রীয় সংগীত আর বাংলা গানের নিরলস সাধনা করে চলেছেন। নিরুপমার প্রথম বই ‘বাঙালির অন্তরমহল’ গত বছর ফেব্রুয়ারিতে বাতিঘর থেকে প্রকাশিত হয়েছে। ভাষাতত্ত্ব কিংবা শিক্ষা নিয়ে তার গবেষণা, সংগীত ঘিরে তার মনন ও দর্শন তার লেখালেখিতেও বিপুল প্রভাব রাখে। এবার বহু বছর বাদে নিরুপমা গাইবেন ঢাকার মঞ্চে। ‘আট প্রহরের নজরুল’ শিরোনামের অনুষ্ঠান নিয়ে আসছেন তিনি। আজ মহিলা সমিতি মঞ্চে সন্ধ্যা ৭টায় এতে গাইবেন তিনি। অনুষ্ঠানটি নিবেদন করছে থিয়েটার স্কুল। আর তার সঙ্গে পাঠ নিয়ে থাকবেন আপন আহসান। উল্লেখ্য, এ শিল্পীর তিন বছর বয়সে হাতেখড়ি হয়েছে শ্রীমতি স্বপ্না রায়ের কাছে। তারপর গুরু কৃঞ্চকান্ত আচার্যের কাছে শেখা শুরু করেন। ছয় বছর বয়স থেকে পণ্ডিত বারীণ মজুমদারের কাছে দীর্ঘদিন শিখেছেন। এরপর তালিম প্রাপ্তির সুযোগ মিললো বিদুষী শ্রীমতী দিপালী নাগের কাছে। খুব ছোট থেকে শাস্ত্রীয় সংগীতের পাশাপাশি বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ ওয়াহিদুল হকের কাছে তালিম নেন। নিরুপমা বাণীপ্রধান বাংলা গানকে, গানের বাণীকে, বাণীর সঙ্গে সুরের মেলবন্ধনকে খুঁজতে, চিনতে আর ধারণ করতে শিখিয়েছে। দিপালী নাগ আর ওয়াহিদুল হক এই দু’জন মানুষ নিরুপমার সংগীত জীবনে বিরাট প্রভাব ফেলেছেন।