ঢাকা, ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রজব ১৪৪৬ হিঃ

বিনোদন

‘জয়া খুব সিরিয়াস অভিনেত্রী’

সুজন নাজির
৮ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবারmzamin

গুণী অভিনেতা তারিক আনাম খান। আগামী ৯ই ফেব্রুয়ারি তার অভিনীত ও নুরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। পরিচালক আতিক ‘পেয়ারার সুবাস’কে বলছেন প্রাপ্তবয়স্কদের ছবি। তবে এ অভিনেতা ছবিটিকে প্রাপ্তবয়স্কদের জন্য বলতে নারাজ। তিনি বলেন, ছবিতে আদিমতা রয়েছে, রয়েছে প্রেম। আমাদের সমাজ নারীকে ভোগ্যপণ্য বানাতে চায়। নারী যে ভোগ্যপণ্য নয় তার জোরালো বক্তব্য পাওয়া যাবে ‘পেয়ারার সুবাস’-এ। এতে গল্পের প্রয়োজনে অনেক কিছু দেখানো হয়েছে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। গল্পের প্রয়োজনে আগমন ঘটে আহমেদ রুবেলের। জয়া এবং রুবেলের অভিনয় দর্শকরা বেশ উপভোগ করবে বলে আশা করছি। জয়া আহসানের সঙ্গে পর্দা ভাগাভাগির অভিজ্ঞতা প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, জয়া খুব সিরিয়াস অভিনেত্রী। তার অনেক কাজ প্রশংসিত হয়েছে। শুধু দেশে নয়, কলকাতাতেও তিনি নিজেকে প্রমাণ করছেন। এমনকি বলিউডেও অভিনয় করছেন। বাংলাদেশ এবং কলকাতায় তার নিজস্ব দর্শক তৈরি হয়েছে। এটা নিঃসন্দেহে আমাদের দেশের জন্য খুব ভালো খবর। জয়া প্রত্যেকটি শট খুব ভেবেচিন্তে দেন। একটি পারফেক্ট শটের জন্য খুব পরিশ্রম করেন। দর্শকরা শিল্পীর এই ডেডিকেশনটাই পর্দায় দেখতে চান। এ অভিনেতা বলেন, তার সঙ্গে কাজের অভিজ্ঞতা মধুর। আমরা সেটে প্রত্যেকটি শট উপভোগ করেছি। তার ছাপ দর্শকরা পর্দায় দেখতে পাবে। ছবিটির শুটিং হয়েছিল অনেক আগে। অবশেষে দর্শকরা দেখতে পাবেন বলে আমরা আনন্দিত। তারিক আনাম খান ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায় সম্প্রতি অভিনয় করেছেন। এর আগেও শাকিবের ‘নোলক’ ও সুপার হিরো’ সিনেমাতে অভিনয় করেছেন এ অভিনেতা। শাকিব খান প্রসঙ্গে তিনি বলেন, শাকিব বড় তারকা। কিন্তু সেটে সে সবার সঙ্গে মিশে যেতে পছন্দ করে। এটা তার গুণ। প্রসঙ্গত, এ অভিনেতা নাটক ও সিনেমার পাশাপাশি নিয়মিত থিয়েটার করেন। নিজে গড়ে তুলেছেন একটি নাট্যদল। নাম ‘নাট্যকেন্দ্র’। নাট্যদলটি ঢাকাসহ সারা দেশে নিয়মিত মঞ্চায়ন করে বিভিন্ন নাটক।
 

বিনোদন থেকে আরও পড়ুন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status