বিনোদন
একুশে টিভিতে ‘নিয়তি’
স্টাফ রিপোর্টার
৮ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার
একুশে টিভির নতুন ধারাবাহিক নাটক ‘নিয়তি’। ড. শেখ মহ. রেজাউল ইসলামের রচনায় এটি পরিচালনা করেছেন সঞ্জীব দাস। নাটকটিতে অভিনয় করেছেন পীরজাদা শহীদুল হারুন, ফারজানা আহসান মিহি, আশিক চৌধুরী, হান্নান শেলি, ড. শেখ মহ. রেজাউল, ড. মো. আবুল কালাম আজাদ, ড. মো. আমিনুর রহমান, শ্রাবন্তী সেলিনা অনিতা প্রমুখ। নাটকটি প্রতি শনি, রবি, সোমবার রাত সাড়ে ৯টায় প্রচার হচ্ছে একুশে টিভিতে।