ঢাকা, ১৩ মে ২০২৪, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৪ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

মার্টিনেজের রেকর্ডে চ্যাম্পিয়ন ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক

(৩ মাস আগে) ২৩ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার, ২:৩০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

mzamin

দুর্দান্ত ফর্ম দেখাচ্ছে ইন্টার মিলান। ইতালিয়ান সিরি আ টেবিলের দুইয়ে থাকা নেরাজ্জুরিরা রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লীগের লড়াইয়ে। টানা ৪ জয়ে উড়তে থাকা ইন্টার এবার জিতলো ইতালিয়ান সুপার কাপ। সোমবার রিয়াদের আল আউয়াল পার্ক স্টেডিয়ামে প্রতিযোগিতাটির ফাইনালে এস.এস.সি নাপোলিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সান সিরোর দলটি। ইনজুরি টাইমে দলকে জিতিয়ে রেকর্ড গড়েন ইন্টারের আর্জেন্টাইন অধিনায়ক লাউতারো মার্টিনেজ।

ম্যাচজুড়ে একের পর এক আক্রমণে নাপোলির রক্ষণ ব্যস্ত রাখে ইন্টার মিলান। ৬৫ শতাংশ বল দখলে রেখে ২২টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখে নেরাজ্জুরিরা। বিপরীতে মাত্র ৩৫ শতাংশ বল দখলে রাখা নাপোলি ৬টি শটের একটি লক্ষ্যে রাখতে সমর্থ্য হয়। শুরু থেকেই একচেটিয়া আক্রমণ করলেও গোলের দেখা পাচ্ছিল না ইন্টার মিলান। অবশেষে ৯০+১ মিনিটে নাপোলির ডেডলক ভেঙে মিলানকে জয় উপহার দেন লাউতারো মার্টিনেজ। ফুটবল পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তথ্যানুসারে, ইন্টার মিলানের হয়ে নিজের ১২৩তম গোলটি করলেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

বিজ্ঞাপন
এতে ইন্টারের সব সময়ের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সাবেক ফুটবলার ক্রিস্টিয়ান ভিয়েরিকে ছুঁয়ে যৌথভাবে অষ্টম স্থান দখল করলেন লাউতারো। সাবেক ফুটবলার ভিয়েরিও ইন্টার মিলানের হয়ে ১২৩ গোল করেছিলেন। নেরাজ্জুরিদের সর্বোচ্চ গোলদাতা গিসেপে মেজ্জা, ইতালির এই সাবেক ফুটবলারের গোলসংখ্যা ২৮৪।

ইন্টার মিলানকে টানা তৃতীয়বারের মতো সুপারকোপা ইতালিয়া জিতিয়ে লাউতারো বলেন, ‘সুপারকোপা শিরোপা ধরে রাখা আমাদের লক্ষ্য ছিল। আর আমরা আমাদের লক্ষ্যপূরণও করলাম। শিরোপাটি আরো এক বছরের জন্য আমাদের কাছে থাকছে। (সমর্থকদের উদ্দেশে) এই ট্রফিটা আপনাদেরও।’

শিরোপা জেতার আনন্দে বুঁদ হয়ে না থেকে পরের ম্যাচে মনোযোগ লাউতারো মার্টিনেজের। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা এই স্ট্রাইকার বলেন, ‘আমরা আজকে সুপারকোপা জয়ের আনন্দ করছি। কিন্তু কাল থেকেই আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাচে নজর দিতে হবে।’

ইন্টার মিলানের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় উন্নতি করে লাউতারো বলেন, ‘ইতালিয়ান কাপে আমি ইন্টারের হয়ে শততম গোলটি করেছিলাম। এবার সুপার কাপের ফাইনালে ১২৩তম গোল করলাম। আর এতে ক্রিস্টিয়ান ভিয়েরির মতো লেজেন্ডারি ফুটবলারকে স্পর্শ করতে পেরেছি।’

২০১৮ সালে ইন্টার মিলানে যোগ দিয়ে ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৬টি শিরোপা জিতলেন লাউতারো মার্টিনেজ। ২০২০-২১ মৌসুমে ইতালিয়ান সিরি আ, ২০২১-২২ মৌসুমে ইতালিয়ান সুপারকোপা ও কোপা ইতালিয়া, ২০২২-২৩ ইতালিয়ান সুপারকোপা এবং কোপা ইতালিয়া জিতলেন আর্জেন্টাইন তারকা।  
 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status