বিশ্বজমিন
পুতিনের এই ছবি নিয়ে হাসি-ঠাট্টা করলেন জি-৭ নেতারা
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ২৭ জুন ২০২২, সোমবার, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৫৩ অপরাহ্ন

এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ছবি নিয়ে হাসি তামাশা করলেন পশ্চিমা নেতারা। পুতিনের বেশ কিছু ছবি আছে যেখানে তাকে একজন শক্তিশালী পুরুষ হিসেবে দেখা যায়। সেই ছবিকেই ঠাট্টার জন্য বেছে নেন বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এরপর সেই ঠাট্টায় যোগ দেন কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারাও। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে বলা হয়, সবার আগে পুতিনকে টার্গেট করে ঠাট্টা শুরু করেন জনসন। তিনি জার্মানির বাভারিয়ার অ্যালমাউ ক্যাসেলে বসে পুতিনকে কৌতুক করে বলেন, তিনি যেভাবে খালি গায়ে ছবি তুলেছেন এখন আমরাও কি জ্যাকেট খুলে ফেলবো? নাকি গায়ে যা আছে তার সবই খুলে ফেলবো! এ সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, পোশাক পরিবর্তনের আগে তাদের অফিশিয়াল ছবি তোলার জন্য অপেক্ষা করতে হবে। এ সময় বরিস জনসন কৌতুক করে বলেন, আমাদের দেখাতে হবে যে আমরা পুতিনের চেয়ে বেশি শক্তিশালী। এরপরেও পুতিনকে নিয়ে এই কৌতুক চলতে থাকে।
জাস্টিন ট্রুডো বলেন, আমরা খালি গায়ে ঘোড়ার পিঠে চড়ার প্রদর্শনী করতে যাচ্ছি। এ সময় পোশাকের বিষয়টি পাশ কাটিয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, ঘোড়ায় চড়াই সবচেয়ে ভালো। বরিস জনসন হস্তক্ষেপ করেন, তাদের আমাদের পেশী দেখাতে হবে।
পাঠকের মতামত
Putin is Tyrant. Why he attacked a small independent country ?? If can't regist this decorator then our country is not secured. No small independent country is not secured.
Putin is always great from your
Western countries can't do anything against Putin, so now speaks always like woman's.
These 7 toothless tigers combined are far away from the strength and mettle of Putin alone. Actually, they are joking with 1000s of slaughters in Ukraine. Yet they are thirsty for more blood. They are successful in not stopping the bloody war unilaterally being dominated by Putin.
G7 are simply stupid!!!
Putin best
ঘোড়ায় চড়ে পুতিন যা দেখাইছে জি-৭ নেতাদের উচিত তার চেয়ে বেশী কিছু পেশী দেখানো ! এমন কিছু যা দেখানো যা দেখে বিশ্ববাসী তাদেরকে যেন বিদ্রুপ না করে!