বিনোদন
নতুন রেস্টুরেন্ট খুলছেন সানী-মৌসুমীর ছেলে ফারদিন
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ২৬ জুন ২০২২, রবিবার, ৫:২৩ অপরাহ্ন

তারকা দম্পত্তি ওমর সানী ও মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীন ২০১৬ সাল থেকে রেস্টুরেন্ট ব্যবসায় জড়িত। তারই ধারাবাহিকতায় এবার ফারদিন রাজধানীর গুলশানে নতুন একটি রেস্টুরেন্ট চালু করতে যাচ্ছেন। দৃষ্টিনন্দন এই রেস্টুরেন্টটির নাম রাখা হয়েছে ‘চাপওয়ালা’। জুলাইয়ের প্রথম সপ্তাহেই এটি উদ্বোধন করা হবে। নতুন রেস্টুরেন্ট প্রসঙ্গে ফারদিন মানবজমিনকে বলেন, উত্তরা, বনানী, গুলশানে আমাদের যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতে শুধু বিদেশি খাবার পাওয়া যায়। যেহেতু আমি বাংলাদেশের নাগরিক। তাই বাঙালি খাবার নিয়ে কিছু একটা করার তাড়না কাজ করছিল। যার কারণেই ‘চাপওয়ালা’ রেস্টুরেন্টটি করা।

এটা পুরোপুুরি আমার থিম, আইডিয়া। কী কী খাবার পাওয়া যাবে জানতে চাইলে ফারদিন বলেন, মেইনলি ফোকাস হচ্ছে চাপের উপরে। নাম দেখেই বোঝা যাচ্ছে।
পাঠকের মতামত
Fardin sir ,I have done completed my graduation in economics from national university,will you give me small job in your new hotel.Because my struggle life way very needed one job circular this moment.I will be grateful to you
Fardin you can make film about your family's present invention. Actor actoress and side actor also there. Just do it the real fact, you can sell more.