বিশ্বজমিন
তুরস্ক ও ইসরাইলের গোয়েন্দা বাহিনীর যৌথ চেষ্টায় ব্যর্থ ইরানের বিশেষ মিশন
মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) ২৪ জুন ২০২২, শুক্রবার, ৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১৮ অপরাহ্ন

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ আগে থেকেই জানিয়ে রেখেছিল যে, তুরস্ক থেকে ইসরাইলি কিছু নাগরিককে অপহরণ করা হতে পারে। সেই মোতাবেক কাজ করে ইরানের পাঠানো একটি বিশেষ দলকে গ্রেপ্তার করেছে তুরস্ক। বৃহস্পতিবার তুরস্কের গোয়েন্দা বাহিনী এক ঘোষণায় জানিয়েছে, তারা সফলভাবে ইরানের একটি অভিযান রুখে দিয়েছে। ইসরাইলের সাবেক এক কূটনীতিক এবং তার পরিবারকে অপহরণের চেষ্টা করেছিল ইরান। তুরস্কের ইস্তাম্বুলে ঘুরতে গিয়েছিলেন তারা।
জেরুজালেম পোস্ট জানিয়েছে, ওই সাবেক কূটনীতিক ছাড়াও আরও বেশ কয়েকজন ইসরাইলিকে অপহরণ করার পরিকল্পনা করেছিল ইরান। পরিকল্পনা অনুযায়ী ইরানি এজেন্টরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল। তবে শেষ মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করে তুরস্ক। তুরস্কের গোয়েন্দারা জানিয়েছেন, তারা মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে আছেন একজন প্রশিক্ষিত বন্দুকধারী। আর এই অভিযানে তাদের সাহায্য করেছে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ। অভিযান শেষে ওই ইসরাইলিদের বিশেষ বিমানে করে ফিরিয়ে নিয়ে যায় ইসরাইল।
এদিকে তুরস্কের এমন পদক্ষেপের কারণে দেশটিকে ধন্যবাদ দিয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ। বৃহস্পতিবার ওই অভিযানের বিস্তারিত প্রকাশের পরপরই তুরস্ক সফরে যান তিনি। সেখানে লাপিদ বলেন, ইসরাইলি নাগরিকদের জীবন বাঁচানোর জন্য তুরস্ককে ধন্যবাদ। ইসরাইলের সঙ্গে তুরস্কের নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্কের কারণেই এটি সম্ভব হয়েছে। ইরানই এই অপহরণ চেষ্টার পেছনে রয়েছে এবং এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারা শুধু ইসরাইলি নাগরিকদের অপহরণের চেষ্টাই করেনি, তারা তুরস্কের স্বার্বভৌমত্বও লঙ্ঘন করেছে।