তথ্য প্রযুক্তি
বোনাস আটকে রাখার অভিযোগ, আইনি লড়াইয়ের মুখোমুখি মাস্ক
মানবজমিন ডিজিটাল
(৯ মাস আগে) ২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ১১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:১৪ অপরাহ্ন
প্রতিশ্রুতিমতো কর্মীদের বোনাস প্রদানে ব্যর্থ কোম্পানি। সেই অভিযোগে মামলার মুখোমুখি এক্স (সাবেক টুইটার)। ফেডারেল বিচারক মামলাটি খারিজ করার জন্য এক্সের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ২০২২ সালের অক্টোবরে বিলিয়নিয়ার ইলন মাস্কের টুইটার অধিগ্রহণের পরে কর্মীদের বার্ষিক বোনাস না দেয়ার অভিযোগ রয়েছে। কিন্তু কোম্পানির চুক্তি অনুযায়ী সেই বোনাস দেবার কথা ছিলো। এরপরেই ২০২৩ সালের জুন মাসে কর্মীরা মামলা দায়ের করেন এক্স এর বিরুদ্ধে। গত সপ্তাহের শেষের দিকে একজন ফেডারেল বিচারক বলেছিলেন, এক্স এর বিরুদ্ধে শোবিঞ্জারের মামলাটি যুক্তিসঙ্গত ছিল এবং তিনি এটিকে এগিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন।
মার্কিন জেলা বিচারক ভিন্স ছাবরিয়া একটি রায়ে বলেছেন, এক্সের কর্মীদের বোনাস দেয়ার প্রস্তাবটি ক্যালিফোর্নিয়ার আইনের অধীনে একটি বাধ্যতামূলক চুক্তিতে পরিণত হয়েছে।
এক্স তার জনসংযোগ দলকে সরিয়ে দিয়েছে, মন্তব্যের জন্য সিএনএন-এর অনুরোধে সাড়া দেয়নি। কোম্পানী তার বরখাস্ত করার কারণ হিসেবে যুক্তি দিয়েছিল, একটি মৌখিক প্রতিশ্রুতি বাধ্যতামূলক হওয়া উচিত নয় এবং মামলাটি টেক্সাসে শোনা উচিত। তবে বিচারক বলেছেন, একটি চুক্তি কার্যকর করা যেতে পারে কিনা সেই প্রশ্নে ক্যালিফোর্নিয়ার আইন প্রযোজ্য। জুনের অভিযোগে বলা হয়েছে, গত এপ্রিলে মাস্ক সোশ্যাল মিডিয়া কোম্পানিটি অধিগ্রহণ করছে বলে ঘোষণা করার পরে, চুক্তিটি বন্ধ হয়ে গেলে "অনেক কর্মচারী তাদের ক্ষতিপূরণ এবং বার্ষিক বোনাস" পাবেন কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।
অভিযোগে বলা হয়েছে, মাস্ক তার এক্স এর অধিগ্রহণ সম্পন্ন করার মাসগুলিতে কোম্পানির নির্বাহীরা বারবার কর্মীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০২২ সালের বোনাসের ৫০% প্রদান করা হবে। মাস্কের অধিগ্রহণের পরে প্রতিশ্রুতির পুনরাবৃত্তি হয়েছিল। কিন্তু মামলা অনুযায়ী, প্রতিশ্রুতি সত্ত্বেও এক্স বোনাস পরিশোধ করেনি । অভিযোগ অনুসারে, বোনাস প্রদানে ব্যর্থতা সহ কর্মচারীদের প্রতি বিভিন্ন প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করার পরে শোবিঞ্জার মে মাসে সংস্থাটি ত্যাগ করেছিলেন।
সূত্র : সিএনএন