বিনোদন
যুক্তরাষ্ট্রে চঞ্চল-খুশি
স্টাফ রিপোর্টার
২৪ জুন ২০২২, শুক্রবার
দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন জনপ্রিয় অভিয়শিল্পী চঞ্চল চৌধুরী ও শাহনাজ খুশি। বুধবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তারা। যাত্রাপথে দুবাইয়ে ট্রানজিট থাকায় সেখানকার এয়ারপোর্টে বেশ সময় কাটান খুশি-চঞ্চল। এরই ফাঁকে ফটোসেশনও সারেন। তা জানিয়ে চঞ্চল চৌধুরী এক ফেসবুকে লিখেন অনেক বছর পর আমেরিকার পথে রওনা দিয়েছি। যাত্রা বিরতি দুবাই এয়ারপোর্টে। গন্তব্য ‘আনন্দ মেলা’ লস অ্যাঞ্জেলেস।