বিশ্বজমিন
ছবিতে আফগানিস্তানের বিধ্বংসী ভূমিকম্প
মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) ২৩ জুন ২০২২, বৃহস্পতিবার, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:১৭ অপরাহ্ন


আফগানিস্তানের পাকটিকা প্রদেশের গায়ান জেলার গ্রামগুলো ভূমিকম্পে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। বুধবারের ৫.৯ মাত্রার ভূমিকম্পে পর্বতময় অঞ্চলটি ধ্বংসস্তুপে পরিণত হয়।

খোস্ত প্রদেশের স্পেরা জেলায় নিজেদের ধ্বংস হয়ে যাওয়া বাড়ির সামনে দাঁড়িয়ে আছে দুই আফগান শিশু। এই ভূমিকম্পে এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষের মরদেহ উদ্ধার করা গেছে। আহত হয়েছে ১৫০০।

ভূমিকম্পে আহত একটি শিশু পাকটিকার হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

ধ্বংস হয়ে যাওয়া বাড়ির মধ্য থেকে যা যা সম্ভব বাঁচানোর চেষ্টা করছে আফগান গ্রামবাসীরা।

শারানে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আহত এক শিশু।

নিজের ভেঙ্গে যাওয়া বাড়ির সামনে অসহায় হয়ে বসে আছে এক বৃদ্ধ।

গায়ান জেলার ভেঙ্গে পড়া একটি বাড়ির অবস্থা। সেখানকার বেশিরভাগ বাড়িই মাটির তৈরি।

আহতদের বাঁচাতে প্রচুর রক্তের প্রয়োজন। সেই রক্তের চাহিদা মেটাতে শারানের একটি হাসপাতালের বাইরে জড়ো হয়েছেন অনেক রক্তদাতা।

বাড়ি হারিয়ে খোলা আকাশের নিচেই আশ্রয় নিয়েছেন এই নারী। রাতের শীতে নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করছেন তিনি।

এখনও কেউ ধ্বংস্তুপের মধ্যে বেঁচে আছে কিনা তার সন্ধান করছে উদ্ধারকারী দল।