বিনোদন
‘এ ট্রিবিউট টু মান্না দে’ একক সংগীতানুষ্ঠানে গাইলেন সবুজ
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ১৭ ডিসেম্বর ২০২৩, রবিবার, ৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:০৪ অপরাহ্ন

ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দে’র দশম মৃত্যুবার্ষিকী স্মরণে বিশেষ সংগীতানুষ্ঠান ‘এ ট্রিবিউট টু মান্না দে’ আয়োজন করেছে যুক্তরাজ্যের টেলিভিশন চ্যানেল ‘বিঅনটিভি ইউকে’ ।
সম্প্রতি সরাসরি সম্প্রচার করা এই একক সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ এবং যুক্তরাজ্যের সংগীতাঙ্গনের সুপরিচিত কণ্ঠশিল্পী সবুজ। অনুষ্ঠানটির দুটি পর্বে মোট সাতটি গান পরিবেশন করেন সবুজ। ‘সবাইতো সুখী হতে চায়’ গানটি দিয়ে অনুষ্ঠানের শুরু। এরপর একে একে তিনি পরিবেশন করেন ‘বন্ধু জানি না তুমি কেমন আছো, যদি কাগজে লিখো নাম, পৌষের কাছাকাছি’। বিরতির পর ‘হয়তো তোমারি জন্য’ দিয়ে শুরু করলেও পরে দর্শকের অনুরোধে ‘যদি হিমালয় দুঃখ আসে’ এবং কফি হাউসের আড্ডাটা, গানগুলো গেয়ে শোনান।
১৯৯০ সালে কণ্ঠশিল্পী সবুজের প্রথম অ্যালবাম ‘মিষ্টি মেয়ে’ রিলিজ হয় ‘সলিড ফিঙ্গারস’ ব্যান্ডের ব্যানারে। এশিয়া ভয়েস থেকে রিলিজ হওয়া এই অ্যালবাম বেশ জনপ্রিয়তা অর্জন করে। ২০১০ সালে আরটিভি আয়োজিত ‘ব্ল্যাক হর্স আরটিভি গোল্ডেন কী’ মিউজিক্যাল রিয়েলিটি প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হন।
পারিবারিক কারণে কয়েক বছর ধরে তিনি ইংল্যান্ডে বসবাস করছেন। বিদেশে অবস্থান করলেও তিনি তাঁর পেশা এবং ভালবাসা, গানের সঙ্গেই আছেন। ইংল্যান্ডের বিভিন্ন বাংলাদেশি টিভি চ্যানেল ছাড়াও স্টেজ পারফরমেন্সে তিনি নিয়মিত। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সবুজ, আমেরিকার নিউইয়র্কে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনের মঞ্চেও গান করেছেন। এ বছরের সেপ্টেম্বরে ও তিনি আমেরিকার বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে ইংল্যান্ডে ফিরেছেন।