বিনোদন
ক্ষমা চাইলেন শাহরুখ
বিনোদন ডেস্ক
২৩ জুন ২০২২, বৃহস্পতিবার
সাধে কী তাকে কিং খান বলা হয়! রাজার মতোই মন জিতে নেন শাহরুখ খান। এবার তার প্রমাণ মিললো আবার। রাতভর শুটিং করছিলেন শাহরুখ, পরদিন ফের বিজ্ঞাপনের শুট। সেটে পৌঁছতে সামান্য দেরি হয়ে যাওয়ায় সকলের কাছে ক্ষমা চেয়ে নেন শাহরুখ। আর তার ব্যবহারে পরিচালক থেকে শুরু করে উপস্থিত সবাই যেন মুগ্ধ হয়ে গেলেন!