বিশ্বজমিন
আবার অনিশ্চয়তায় ইসরাইল!
মানবজমিন ডেস্ক
(৩ দিন আগে) ২২ জুন ২০২২, বুধবার, ৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:২৫ পূর্বাহ্ন

আবার রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে ইসরাইল। দেশটির পার্লামেন্ট নেসেট বুধবার বিলুপ্ত হওয়ার কার্যক্রম শুরু হয়েছে। ফলে আরেকটি সাধারণ নির্বাচন আসন্ন। সেই নির্বাচনে কোনো রাজনৈতিক দলই পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে জানান দিচ্ছে জনমত জরিপ। ফলে যে রাজনৈতিক সঙ্কট থেকে দেশটি কয়েক মাস আগে উঠে দাঁড়িয়েছে, আবার সেই একই পথে যাত্রা করছে। এ খবর দিয়েছে অনলাইন মিডল ইস্ট মনিটর। এতে বলা হয়, পার্লামেন্ট বিলুপ্ত হওয়ার পর এ বছর শেষের দিকে সেখানে আরেকটি জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচন নিয়ে পূর্বাভাষ বলছে, বর্তমান ক্ষমতাসীন জোট বা বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কোনো পক্ষই পার্লামেন্টের ১২০ আসনের মধ্যে ৬১ আসনে সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এর আগে ক্ষমতাসীন জোটের কয়েকটি দলের পক্ষত্যাগের ফলে প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং তার পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ ইসরাইলি টিভিতে ঘোষণা দিয়েছেন যে, তারা পার্লামেন্ট বিলুপ্তির দিকে অগ্রসর হবেন।
এর ফলে চার বছরের কম সময়ের মধ্যে পঞ্চম জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে ইসরাইল। সরকারি প্রচার মাধ্যম ‘কান’ পূর্বাভাসে বলেছে, যদি এখনই নির্বাচন হয় তাহলে নেতানিয়াহুর ব্লক ৬০ আসনে জিততে পারে।